গতকাল বিকেলে ফেসবুকে বিয়ের ঘোষণা দেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। মুহূর্তেই ভাইরাল তাঁর বিয়ের খবর। ফেসবুক পোস্টের ছবিতে বিয়ের সাজে তাসনিয়া ফারিণকে লাল রঙের জামদানি শাড়ি পরতে দেখা যায়। দেশি পোশাকে এই অভিনেত্রীর বিয়ের সাজ প্রশংসিত হয় সর্বমহলে। তবে জামদানি শাড়ি পরে তাসনিয়া ফারিণই যে প্রথম কনে সেজে আলোচনায় এলেন, তা কিন্তু নয়। আগেও বাংলাদেশের অনেক তারকা অভিনেত্রীকে বিয়ের অনুষ্ঠানে জামদানি পরতে দেখা গেছে।
২০১০ সালে ১৬ জুলাই পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীকে বিয়ে করেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বিয়েতে তিশা পরেছিলেন সাদা জামদানি। তখন সাধারণ কনেদের সাদা পোশাকে তেমন একটা বিয়ের সাজে উপস্থিত হতে দেখা যেত না। তিশার বিয়ের সাজ সেই সময় বেশ আলোড়ন তোলে। অফ হোয়াইট জামদানিতে জমিনজুড়ে ছিল সাদা ও হালকা গোলাপি নকশার কাজ। পুরো শাড়ির পারজুড়েই বসানো ছিল সোনালি জরির লেস। গলায় পরেছিলেন কণ্ঠহার, চুলে ছিল সীতাপাটি। হাতভর্তি লাল চুরির সঙ্গে চূড়, পুরো সাজে এনেছিল আভিজাত্য। নুসরাত ইমরোজ তিশাকে কনের সাজে সাজিয়ে ছিলেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান। এরপর অনেক কনেই পারসোনায় এসে তিশার মতো বউ সাজতে চাইতেন।
এই বছর ১৬ জুলাই বিয়ের সেই পোশাক পরে একটি ফটোশুটে অংশ নেন তিশা-ফারুকী দম্পতি।
এদিকে ২০১৯ সালের ৯ ডিসেম্বর চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এই বিয়েতে মিথিলা পরেছিলেন ঢাকাই জামদানি। বাঁ দিকে সিঁথি কেটে চুলে বেঁধেছিলেন খোঁপা। টিকলি, কণ্ঠহার, কানের দুল আর দুই হাতে মোটা চুড়ি, গয়না বলতে শুধু ছিল এতটুকুই। হাতভর্তি মেহেদির রঙে সেদিন লাল জামদানিতে বেশ অনন্য লাগছিল মিথিলাকে।
নিজের হলুদের সাজে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে হলুদ রঙের ঢাকাই জামদানি পরতে দেখা গিয়েছিল। ২০২২ সালে ব্যাংকার সনি পোদ্দারকে বিয়ে করেন এই অভিনেত্রী। খোলা চুলে সাদা ফুলের গয়না পরেছিলেন মিম। ন্যাচারাল মেকআপে সেদিন বেশ স্নিগ্ধ দেখাচ্ছিল মিমকে।