বেশ ব্যস্ত এবং জনপ্রিয় মডেল ছিলেন মোজেজা আশরাফ মোনালিসা। নাটক থেকে শুরু করে বিজ্ঞাপন-মডেলিং সব মাধ্যমেই কাজ করেছিলেন। কিন্তু হঠাৎই চলে যান প্রবাসে। সেখানেই এখন জীবনযাপন করছেন। ৯ মে দেশে এসেছিলেন মোনালিসা। ছিলেন কয়েক দিন। এর মধ্যেই নকশার ফটোশুটের জন্য সময় দেন এক দিন। এই বর্ষায় নীল বসনে প্রতিবেদনটির জন্য বেশ কয়েকটি সাজে সাজানো হয় তাঁকে। পাঠকদের জন্য মোনালিসার সেই ফটোশুটের ছবিগুলো নিয়েই এই আয়োজন। অনেক দিন পর পাঠকদের জন্য থাকল মোনালিসার সেই মিষ্টি হাসি। বারবার স্মৃতি রোমন্থন করছিলেন নকশার সঙ্গে করা পুরোনো ফটোশুটের কথা। তবে মোনালিসার সেই হাসি আর এই হাসির মধ্যে মিল খুঁজে পাওয়া যায় খুব সহজেই।