জেফার রহমান এখন কেবল গায়িকা নন, অভিনেত্রীও। তাই এবার মেরিল-প্রথম আলো পুরস্কার-২০২৩-এর লালগালিচায় হাঁটলেন অভিনেত্রী পরিচয় নিয়ে। ওয়েব চলচ্চিত্র ‘লাস্ট ডিফেন্ডার্স অব মনোগ্যামি’-তে অভিনয় করেই মূলত অভিনেত্রী তকমা পেয়েছেন জেফার।
জেফারের পরনে যে শাড়িটি দেখছেন, এটি আদতে শাড়ি নয়, তাঁর মায়ের ওড়না। ২০ বছরের পুরোনো ওড়নাটি জেফার ‘আপসাইকেল’ করিয়েছেন তাঁর ফ্যাশন ডিজাইনার বন্ধু ফারিহা তাশমিমকে দিয়ে।
ওড়নাটি শাড়ির মতো পরেছেন একটা স্কার্ট আর টপের সঙ্গে। সেটি নেওয়া দেশি ফ্যাশন ব্রান্ড ‘ভায়োলা বাই ফারিহা’ থেকে।
হাতে, কানে, গলায় যেসব গয়না দেখছেন, সেসব ‘আড়ং’ থেকে নেওয়া। গয়নাগুলো জেফার পরেছেন পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে।
জেফারের মেকআপ করেছেন নাভিন আহমেদ। চুলগুলো কিঞ্চিৎ কার্ল করে ছেড়ে দিয়েছেন। সব মিলিয়ে বোহো লুকে লালগালিচায় এসে জেফার বললেন, ‘ছোটবেলা থেকেই শাড়ি খুব ভালোবাসি। নানা কারণে মাঝের সময়টাতে সেভাবে শাড়ি পরা হয়নি। ইদানীং আবার সিনেমাটার জন্য (‘লাস্ট ডিফেন্ডার্স অব মনোগ্যামি’) শাড়ি পরতে শুরু করেছি। ভালোই লাগছে। মনে হচ্ছে, পুরোনো ভালোবাসার কাছে ফিরেছি।’