২৪ বছর বয়সে একাধিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ফারজানা ইয়াসমিন। লোকে তাঁকে বেশি চেনে অনন্যা নামে। সম্প্রতি তিনি ফিরেছেন ভিয়েতনাম থেকে। ভিয়েতনামের হো চি মিন শহরে প্রথমবারের মতো আয়োজিত হলো আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা ‘মিস কসমো’। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এই প্রতিযোগিতায় গিয়েছিলেন অনন্যা। জায়গা করে নিয়েছেন সেরা ২১-এ। ফোনলাপে এই অভিজ্ঞতা জানালেন তিনি।