৬০ এবং ৯০-এর দশকের রেট্রো স্টাইলগুলো আবার দেখা যাবে এ বছর
৬০ এবং ৯০-এর দশকের রেট্রো স্টাইলগুলো আবার দেখা যাবে এ বছর

চুলে ফিরবে জমকালো সাজ

২০২৩ সালের চুলের সাজে থাকবে জমকালোভাব। সহজ, সাধারন চুল সাজানোর ধারা থেকে বের হয়ে আসবেন স্টাইলপ্রেমীরা। চুল সাজাবেন পাথর, জমকালো নকশার ব্যান্ড আর গ্লিটার দিয়ে

২০২৩ সালের সাজসজ্জা কোন পথে হাঁটবে, গত বছরের শেষ দিকের ফ্যাশন শোগুলোতেই তার আভাস পাওয়া গেছে। এ বছর চুল বাঁধবেন কী করে বা সাজাবেনই-বা কীভাবে, বিশ্বের শীর্ষস্থানীয় চার ফ্যাশন ক্যাপিটাল (নিউইয়র্ক, লন্ডন, প্যারিস, মিলান) থেকে তার নমুনাও পাওয়া গেছে।

ভিন্নতা আনতে অনেকেই চুলের ওপর পাথর বসাচ্ছেন। দাওয়াতেই মূলত মানাবে এ ধরনের সাজ। চকচকে বা পাথর বসানো ক্লিপেরও বেশ চাহিদা আছে।
এ বছর লম্বা চুলের ধারা আবার ফিরে আসবে। পাশপাশি যে কোনো একপাশে সিঁথি করা হবে
কপাল ঘেঁষে চিকন বেণি করতে পারেন। কিশোরী, তরুণীদের মানিয়ে যাবে এই স্টাইল। ছোট বা বড় চুলের অধিকারী সবাই এটি করতে পারবেন। চুলের এই আরামদায়ক সাজটি সারা দিনের জন্য আদর্শ

পাশ্চাত্যের ধারাগুলো ঘুরেফিরে কিছুদিন পরে আমাদের এখানেও জনপ্রিয় হয়ে ওঠে। সেই ধারাতেই গত বছর চুল ছোট করে কাটা হয়েছিল। এ বছরও সেই ধারা কিছুটা হয়তো থাকবে। তবে চুল বড় করে রাখাটাই প্রাধান্য পাবে বেশি।

২০২৩ সালে চুল থাকবে অনেক গোছানো আর সাজানোটা হবে জমকালো। চলতি বছরের চলচ্চিত্রের কিছু ধারাও চুলের স্টাইলকে প্রভাবিত করবে। পারসোনার পরিচালক নুজহাত খান জানালেন, ’৬০ এবং ’৯০-এর দশকের রেট্রো স্টাইলগুলো এ বছর স্টাইলপ্রেমীদের মাথায় মাথায় ঘুরবে। কিছু সাজ হুবহু ফিরবে, কিছু একটু ভিন্নভাবে প্রত্যাবর্তন করবে। কারুকাজের নাটকীয়তা বেশ ভালোভাবেই প্রকাশ পাবে। চুল সাজানোর অনুষঙ্গগুলোতেও থাকবে পাথর-কাচের মেলবন্ধন।

বিয়ের এই মৌসুমে খোলা চুলে ব্যান্ড পরতে পারেন। একদম দেশীয় পোশাকের সঙ্গেও পরতে পারবেন। দাওয়াত ছাড়াও সারা দিনের ছোটাছুটিতে এই অনুষঙ্গ বেশ জনপ্রিয় হয়ে উঠবে এই বছর
চুলে থাকবে গ্লিটারের ছোঁয়া

গত বছর ঢেউখেলানো চুলের একটা ধারা দেখা গিয়েছিল। এ বছর আবার স্ট্রেট করা সোজা চুল জনপ্রিয়তা পাবে। খোঁপা এবং বেণির নানা ধরন দেখা যাবে। বেণির ভেতর ভেতর গ্লিটার দেওয়া হবে। চুল বাইরের দিকে কোঁকড়া (আউটকার্ল) করা থাকবে। নুজহাত খান বলেন, ‘পাশ্চাত্যে বসন্ত আর গ্রীষ্মের চুলের সাজেই যদি এত জমকালো ধারা থাকে, তাহলে শীতের সময় চাকচিক্য আরও বেড়ে যাবে।’

বেশ কয়েকটা ফ্যাশন শোতে চুল ভিজিয়ে নিপাটভাবে লেপটিয়ে আঁচড়ানো চুলের স্টাইল দেখা গেছে। দাওয়াতে জমকালো পোশাকগুলোর সঙ্গে বেশি মানাবে এই স্টাইল। তবে সুতি, লিনেন, তসর, খাদি ধরনের পোশাকে এই স্টাইল মানাবে না। পাশাপাশি মাথার এক পাশে সিঁথি করার ধারাও দেখা যাবে এ বছর।

ফ্রেঞ্চ বেণির চল আবার ফিরে আসবে এ বছর। ২০২৩ সালে খুব এলোমেলোভাবে চুল বাঁধার ধারা থাকবে না। একটু গুছিয়ে, টান টান বা নিপাট করে আঁচড়ে চুল বাঁধা হবে বেশি। দুই বেণির চল দেখা যাবে
উঁচু করে চুল বাঁধা হবে অনেকভাবেই। দুটি খোঁপা আগেও চলতি ধারায় ছিল। টান টান করে বাঁধা খোঁপার সঙ্গে পাথরের ব্যবহার নিয়ে আসবে ভিন্নতা
বারবির মতো করে চুল বাঁধা হবে

এ বছরের মাঝামাঝি মুক্তি পাবে বারবি। ধারণা করা হচ্ছে, এ ছবির কল্যাণে বারবি পুতুলের মতো উঁচু করে ঝুঁটি করার ধারাও সে সময় জনপ্রিয়তা পাবে। চুলের এই সাজের সঙ্গে মিলিয়ে বাকি মেকআপেও থাকবে বারবি পুতুলের মতো চকচকে সাজের ছোঁয়া।