দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার পরনে যে পোশাক দেখছেন, সেটি ফাল্গুনী পিককের শাড়ি! পলিমার ক্লে দিয়ে বানানো এ ধরনের আংটির এখন বেশ কদর। বিশ্বখ্যাত মডেল, হলিউড থেকে বলিউড তারকাদের হাতে দেখা যাচ্ছে এ ধরনের আংটিহাতের আঙুলের গয়না হিসেবে কদর বেড়েছে এই জ্যামিতিক নকশার আংটিগুলোর। আপনি চাইলে এক আঙুলে পরতে পারেন একাধিক আংটিগলায় চলছে একাধিক বা মাল্টিলেয়ারের গয়না পরার চলদেখুন ঢালিউড তারকা পরীমনির গলায়ও একাধিক গয়না, এর ভেতর একটি আবার পুত্র রাজ্যের নামেএই ধরনের ছোট ছোট স্টেইনলেস স্টিলের গয়না সবসময় প্রাসঙ্গিক
এভাবেও শাড়ি পরা যায়!নতুন স্টাইলে শাড়ি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় তরুণ বলিউড তারকা জাহ্নবী কাপুরবলিউডের ‘বেবো’ কারিনা কাপুরের কানের দুলটি খেয়াল করুন, এখন এ ধরনের মেটালিক গয়নাই চলছেবলিউড তারকা আলিয়া ভাটের দুলটি দেখুন। হাদিদ, জেনার, কার্ডাশিয়ান, ডুয়া লিপা, হেইলি বিবারদের পর হলিউড হয়ে বলিউডেও চলছে এ ধরনের গয়নার চল
বিজ্ঞাপন
‘অল ব্ল্যাক’–এর আবেদন কখনো ফুরাবে না, ছবিতে স্প্যানিশ অভিনেত্রী উরসুলা করবেরো‘অল ব্ল্যাক’–এ ঢালিউড তারকা নুসরাত ফারিয়া