সংখ্যায় কম হলেও বিয়েতে শাড়ির বদলে কনেরা পরছেন লেহেঙ্গা। বিয়ের পোশাকের রং হিসেবে লালের বিকল্পও চোখে পড়ছে। সম্প্রতি বলিউড তারকাদের বিয়েতে কনেরা পরছেন আইভরি, সাদা আর গোলাপি রঙের পোশাক। এর প্রভাবও হয়তো পড়ছে নানা অঙ্গনে। এবার বিয়ের সাজপোশাকে ভিন্ন মাত্রা যোগ করলেন ভারতীয় এক নবদম্পতি। অহনা খোসলা ও শিহান মিনোচা কোনো তারকা নন। দুজনই ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। বিয়েতে ভিন্ন ঘরানার পোশাক পরেই তাঁরা এসেছেন আলোচনায়। ডেনিমের তৈরি বিয়ের পোশাকে দেখুন তাঁদের...
বিয়ের পোশাকে নতুনত্ব আসছে, যোগ হচ্ছে নানা কিছু। এবার ডেনিমের বিয়ের পোশাক বানিয়ে আলোচনায় অহনা-শিহান দম্পতি। তবে এই কৃতিত্বের ভার এককভাবে অহনাকে দিলে বাড়াবাড়ি হবে নাছোটবেলা থেকেই বিয়েতে ভিন্ন কিছু করার বা পরার ইচ্ছা ছিল অহনারঅহনার বাবা মান্যভিরাজ খোসলা ছিলেন ভারতের বেঙ্গালুরুর সেরা ফ্যাশন ডিজাইনারদের একজন। সেই সুবাদে ছোটবেলা থেকেই ফ্যাশনজগতে আনাগোনা অহনার১৪ বছরের প্রেমকে পূর্ণতা দেওয়ার দিনে অহনা চেয়েছিলেন নিজেকে অন্য সব কনের চেয়ে আলাদাভাবে উপস্থাপন করতে। ঘুরেফিরে যখন বিয়ের পোশাকের কথা সামনে এল, অহনার পছন্দ ছিল ডেনিম। মেয়ের স্বপ্ন পূরণ করতে কাজে নেমে পড়েন বাবা মান্যভিরাজ খোসলাঅহনার বিয়ের পোশাক পুরোটাই তৈরি করা হয়েছে ডেনিম দিয়ে। ব্লাউজ, লেহেঙ্গা থেকে শুরু করে বিয়ের ওড়নাতেও ছিল ডেনিমের ছোঁয়াএমব্রয়ডারি করা প্রজাপতির নকশা আঁকা ডেনিমের ব্লাউজ ছিল টপেবটমে ছড়ানো লেহেঙ্গা, লেহেঙ্গাজুড়েও ছিল এমব্রয়ডারি করা বিভিন্ন রকম প্রজাপতি ও ফুলের নকশালেহেঙ্গার নকশা তৈরির পর আরেকটি চিন্তা খেলে যায় মান্যভিরাজ খোসলার মাথায়। কেমন হবে, যদি বর-কনে দুজনের পোশাকই তৈরি হয় ডেনিমে? সেই চিন্তা থেকেই ডেনিমেই তৈরি হয় শিহানের পোশাকঅহনার লেহেঙ্গার নকশা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে শিহানের স্যুট। ফুল, প্রজাপতি ও ফড়িংয়ের নকশার সমাহার ঘটেছে শিহানের ডেনিম-স্যুটেএমনকি শিহানের পায়ে থাকা খড়ম জোড়াও ডেনিমের তৈরিশুধু পোশাকেই আটকে থাকেননি অহনা-শিহান দম্পতি। মণ্ডপের চারপাশে আসল ফুলের পরিবর্তে ব্যবহার করেছেন সিল্কের ফুল। বিয়ের পর সব ফুল ডাস্টবিনে ফেলে দেওয়ার চেয়ে প্লাস্টিকের ফুল ব্যবহারেই জোর দিয়েছেন তাঁরাকেবল মায়ের ইচ্ছাতে বিয়ের মালা তৈরি হয়েছে আসল ফুল দিয়েবিয়ের পোশাক হিসেবে ডেনিমই কেন? সে প্রশ্নের খুব সাধারণ উত্তর ছিল অহনার কণ্ঠে, ‘আমি সব সময় চেয়েছিলাম, আমার বিয়ের পোশাক যেন আমাকে “রিপ্রেজেন্ট” করে। আমার সত্তাকে তুলে ধরতে পারে।’ অহনা আরও বলেন, ‘আমি বরাবরই ডেনিম–ভক্ত। ডেনিম আমার ব্যক্তিত্বের প্রতিফলন ঘটায়। আর বিয়ের পোশাককে আলমারির এক কোণে ফেলে রাখার পক্ষপাতী আমি নই। বরং পোশাকটি বারবার পরতে চাই।’বিয়ের এই পোশাকটি বারবার পরতে চান অহনা ১৪ বছরের প্রেমের সম্পর্ক দুজনের। বেঙ্গালুরুতে থাকাকালে একে অপরের প্রেমে পড়েনযুক্তরাজ্যে উচ্চশিক্ষা শেষ করে সেখানেই থিতু হয়েছেন। বিয়ের অনুষ্ঠান হয়েছে লন্ডনে