ঈদের দিন সকালে সাজার অবকাশ কম। তারপরও ঈদের সকাল বলে কথা। মেকআপ আর চুলের সাজ দুটোই রাখুন হালকা। এতে দিনের বাকি সময়ের সঙ্গে সাজের পার্থক্যও আসবে, আরামও পাবেন। দেখে নিন ঈদের সকালের তিন সাজ—
সকালে চুল বেণি করে পেছনের দিকে আঁটসাঁটভাবে বেঁধে রাখতে পারেন। পেছন দিকে ফিতা দিয়ে একটু ভিন্নভাবে নকশা করা হয়েছে। ঠোঁটে শুধু লিপগ্লস, চোখের ওপর আইলাইনার। আইশ্যাডোর রং এতটাই হালকা যে সহজে বোঝা যায় না। মডেল : মোহিনী, সাজ : পারসোনা পোশাক: লা রিভ
সাজে যাঁরা একটু উজ্জ্বলতা আনতে চান, এটা তাঁদের জন্য। চোখের ওপরে আর নিচে দুই জায়গাতেই ব্যবহার করা হয়েছে উজ্জ্বল গোলাপি রঙের আইশ্যাডো। ঠোঁটেও আছে একই রং। চুলের নিচের অংশ কোঁকড়া করে ছেড়ে রাখা।
পোশাক: গো দেশি, গয়না: শৈলীচুলের নিচের অংশ কোঁকড়া করে রাখা হয়েছে। চোখে আর ঠোঁটে একদমই হালকা শেডের ন্যুড রঙের ব্যবহার করা হয়েছে। চেহারায় চলে এসেছে সতেজ ভাব।
পোশাক: লা রিভ, গয়না: সিক্স ইয়ার্ডস স্টোরি