১৩ অক্টোবর থেকে সিনেমা হলগুলোয় চলছে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটির একটি গুরুত্বপূর্ণ চরিত্র বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে চরিত্রে অভিনয় করে প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। বিশেষ করে তাঁর সাদামাটা সাজপোশাকে প্রকাশ পেয়েছে অন্য রকম এক সৌন্দর্য। তার মধ্যে আবার ফ্যাশনসচেতন মানুষের বিশেষ নজর কেড়েছে তরুণী শেখ হাসিনার বিয়ের সাজ। ছবিতে সোনার গয়না আর সাদা কাতান শাড়িতে বিয়ের সাজে ‘হাসিনা’কে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমেও লাভ আর লাইকে ভাসছেন ফারিয়া।
শেখ হাসিনার সাজ ফুটিয়ে তুলতে মেকআপশিল্পীদেরও মাথায় রাখতে হয়েছে খুঁটিনাটি নানা বিষয়। এই যেমন শেখ হাসিনার চোখের কথাই ধরা যাক। বিভিন্ন সময়ের ছবিতে শেখ হাসিনার ক্যাটস আই চোখ অনেকেই খেয়াল করেছেন। এদিকে নুসরাত ফারিয়ার চোখ আবার কালো। প্রধান মেকআপশিল্পী গৌরব চৌহানকে তাই মাথায় রাখতে হয়েছে কন্ট্যাক্ট লেন্স পরানোর বিষয়টা।
সিনেমাটির গল্প সাজানোর আগে গবেষণার কাজে যখন অতুল তিওয়ারি ও শামা জায়েদি বাংলাদেশে আসেন, সে সময় তাঁদের সঙ্গ দিয়েছিলেন পরিচালক প্রযোজক পিপলু আর খান। তথ্য সংগ্রহ করতে গিয়েই গবেষণা দল জানতে পারে যে বিয়েতে সাদা শাড়ি পরেছিলেন হাসিনা। সেভাবেই পরে বিয়েসহ সব ধরনের পোশাক পরিকল্পনা করেন কস্টিউম ডিজাইনার পিয়া বেনেগাল। ‘মুজিব’ সিনেমার পরিচালক শ্যাম বেনেগালের মেয়ে পিয়া একজন জনপ্রিয় কস্টিউম ডিজাইনার।
পুরো সিনেমায় ফারিয়াকে দেখা গেছে মিনিমাল মেকআপে। এমনকি পর্দায় হাসিনার বিয়ের দিনেও নো মেকআপ সাজে ছিলেন ফারিয়া। শুটিং ফ্লোরের সেই অভিজ্ঞতা জানতে চাইলে ফারিয়া বলেন, ‘পুরো শুটিং ইউনিটের আনন্দের দিন ছিল শেখ হাসিনার বিয়ের সেটে। সবাই বলছিলেন, আজ হাসিনা কা শাদি। মনপ্রাণ ভরে সেদিন সবাই সাজগোজ করেছেন, শুধু আমি ছাড়া! তবে সাদা শাড়ির সঙ্গে সোনালি গয়না পরে বিয়ের সাজটা আমারও ভালো লেগেছে। ঠোঁটে কোনো লিপস্টিকও নেই। শুধু ময়েশ্চারাইজার ও মাসকারা ব্যবহার করেছি।’ তরুণী হাসিনা কখনো লিপস্টিক ব্যবহার করতেন না। তাই ফারিয়ার ঠোঁটেও লিপস্টিক নেই। ‘পুরোটা সময় যেসব পোশাক পরেছি, তার রং খুবই মোলায়েম। বেশির ভাগ পোশাকে সবুজের বিভিন্ন শেড বেশি,’ জানান ফারিয়া।
সিনেমার শুটিং শুরু করার আগে অভিনয়শিল্পীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একদিন দেখা করেন। সেখানেও শেখ হাসিনার কাছ থেকে বিভিন্ন বিষয় জেনে নিয়েছিলেন ফারিয়া।
মুক্তির আগের দিন শিল্পীদের নিয়ে সিনেমাটি দেখেছেন শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা। ‘শেখ রেহানাসহ বাকিরা বলেছেন, হাসিনা চরিত্রে আমি নাকি খুব ভালো করেছি। এখনো প্রতিদিন কেউ না কেউ ফোন করে, খুদে বার্তা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন,’ জানান নুসরাত ফারিয়া। আর যাঁর চরিত্রে অভিনয় করলেন, তিনি কী বলেছেন? সিনেমা দেখার পর প্রধানমন্ত্রী বলেছেন, ‘তুমি তো পুরো আমার মতো করেছ।’