বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাশন উৎসবের লালগালিচায় প্রতিবছর ফ্যাশনিস্তারা হাজির হন সাদা–কালো পোশাকে। এর বাইরে সাদা-কালো স্ট্রাইপড পোশাকের কদর যেন কখনোই কমে না। শাড়ি, লেহেঙ্গা থেকে শুরু টপ-বটম বা কো-অর্ডস, অর্থাৎ ঐতিহ্য, আভিজাত্য আর পাওয়ার ড্রেসিং—সবখানেই সাদা-কালো স্ট্রাইপের পোশাকের কদর আছে। পিঙ্কভিলা অনুসারে দেখা যাক, বলিউড তারকারা কীভাবে ‘ক্যারি করেছেন’ সাদা–কালো স্ট্রাইপের পোশাক
১. তামান্না ভাটিয়ার জ্যাকেট-প্যান্ট
কোনো দিন কাউকে পিনস্ট্রাইপড জ্যাকেটের সঙ্গে পলকা ডটেড প্যান্ট পরতে দেখেছেন? না দেখে থাকলে এবার দেখুন। পোশাকে যে কতটা নাটকীয়তা আনা যায়, তা তামান্না ভাটিয়াকে এই লুকে দেখে স্পষ্ট। তামান্নাকে এই পোশাকে দেখে আরও স্পষ্ট হয়, তিনি যেকোনো কিছুর জন্য প্রস্তুত। এটি সার্জিও হাডসন’স স্ট্রাইপ সিঙ্গল ব্রেস্ট ব্লেজার, আর এর দাম প্রায় ৪৫ হাজার টাকা। আর তামান্নাকে এই লুকে তৈরি করেছেন শালীনা নাথালি।২. মিদি ড্রেসে ক্যাটরিনা
ক্যাটরিনার ছবিটি যদি কাছ থেকে দেখেন, মনে হবে একটি সাদা–কালো স্ট্রাইপের শার্ট পরে আছেন। অথচ তিনি যেটা পরেছেন, সেটা ক্যাসকেড স্ট্রাইপড সিল্ক-টুইল মিদি শার্ট ড্রেস। আর এ ধরনের ক্যাজুয়াল স্টাইলিং কফিশপের আড্ডার জন্য একদম জুতসই, তাই এর নাম দেওয়া হয়েছে কফি-রেডি স্টাইল। পোশাকটি নেওয়া হয়েছে মনসে থেকে। দাম ১ লাখ ২৪ হাজার টাকা। ডিজাইন করেছেন অমি প্যাটেল।৩. ঐতিহ্যে স্ট্রাইপ
লেহেঙ্গার মতো ভারতীয় ঐতিহ্যবাহী পোশাকেও দিব্যি মানিয়ে গেছে সাদা-কালো স্ট্রাইপ। কিয়ারা আদভানি অভিজাত ও আত্মবিশ্বাসী লুক তৈরিতে তুলে নিয়েছেন এই পোশাক। সিগনেচার প্রিন্ট শ্যাভরন স্কার্টটির দাম ১ লাখ ১৮ হাজার টাকা। এই লুক তৈরি করেছেন কস্টিউম ডিজাইনার একা লাখানি।৪. ক্রপ টপে ক্যামোফ্লেজ
ছবিতে দেখুন কীভাবে সাদা–কালো ব্যাকগ্রাউন্ডে হাতাওয়ালা সাদা–কালো ক্রপ টপ আর মারমেইড স্কার্টে ক্যামোফ্লেজ তৈরি করেছেন শিল্পা শেঠি। গৌরি অ্যান্ড নিকিতার এই পোশাকের দাম ১ লাখ ৫৮ হাজার টাকা।৫. ওভারসাইজড ব্লেজারে বস লেডি দীপিকা
জ্যামিতিক ডিজাইন, লম্বা হাতার ছোট একটি ওভারসাইজড ব্লেজারেও আকর্ষণীয় হয়ে ওঠা সম্ভব। সে ক্ষেত্রে ঠোঁটে একটু আবেদনময়ী গোলাপির আভা জরুরি। যেমনটি দেখা যাচ্ছে এই ছবিতে, দীপিকা পাড়ুকোনকে। ডেভিড কোমা থেকে নেওয়া এই পোশাকের দাম ১ লাখ ২০ হাজার টাকা।৬. শার্ট-স্কার্টে আবেদনময়ী সামান্থা
ছোট দৈর্ঘ্যের বিশপ হাতাওয়ালা শার্টটি মনোযোগ কেড়ে নিতে বাধ্য। একই স্ট্রাইপের স্কার্টের মাঝখানে কুচি। ট্রেন্ডি হেয়ারকাটে সামান্থা আক্কিনেনির পরনের ছিমছাম ডিজাইনের এই স্কার্টের ডিজাইন করেছে রিক ক্লদিং, দাম ‘মাত্র’ ৩৬ লাখ টাকা!