বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাশন উৎসবের লালগালিচায় প্রতিবছর ফ্যাশনিস্তারা হাজির হন সাদা–কালো পোশাকে। এর বাইরে সাদা-কালো স্ট্রাইপড পোশাকের কদর যেন কখনোই কমে না। শাড়ি, লেহেঙ্গা থেকে শুরু টপ-বটম বা কো-অর্ডস, অর্থাৎ ঐতিহ্য, আভিজাত্য আর পাওয়ার ড্রেসিং—সবখানেই সাদা-কালো স্ট্রাইপের পোশাকের কদর আছে। পিঙ্কভিলা অনুসারে দেখা যাক, বলিউড তারকারা কীভাবে ‘ক্যারি করেছেন’ সাদা–কালো স্ট্রাইপের পোশাক