ভারতীয় সিনেমা জগতে যেন বিয়ের ধুম পড়েছে। একটার পর একটা বিয়ের খবর শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। এবার বিয়ের পিঁড়িতে বসলেন তামিল, তেলেগু, মালয়ালম ছাড়িয়ে বলিউডেও পরিচিতি পাওয়া নায়িকা কীর্তি সুরেশ। বরের নাম অ্যান্টনি থাতিল। ১৫ বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন এই জুটি। গতকাল ১১ ডিসেম্বর ভারতের গোয়ায় বসে তাঁদের বিয়ের আয়োজন, চলছে আজও। কিছুক্ষণ আগে নিজের ইনস্টাগ্রামে বিয়ের ছবি দর্শকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কীর্তি সুরেশ। তবে অনেকেরই জিজ্ঞাসা, কীর্তির স্বামী কে এই অ্যান্টনি?