আজমেরী হক বাঁধন
আজমেরী হক বাঁধন

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২২

বাঁধনের ব্যক্তিত্ব ফুটে উঠল পোশাকে

বছর ঘুরে আবার ফিরে এসেছে দেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে বড় আয়োজন মেরিল-প্রথম আলো পুরস্কার। তারকাবহুল জাঁকজমকপূর্ণ এই আয়োজনের ২৪তম আসর বসেছে আজ শুক্রবার, রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। হল অব ফেমে মূল আয়োজন বসার আগে বিকেল পাঁচটা থেকে লালগালিচায় পদার্পণ করেছেন বিনোদনজগতের আমন্ত্রিত তারকারা। কী পোশাক পরলেন তাঁরা, কেমন সাজে সেজেছিলেন? আসুন, দেখে নেওয়া যাক একঝলক...

ফিরোজা রঙের পাথর বসানো আধখানা সূর্যের মতো বিচ্ছুরিত এক কানের এয়ার-কাফ শোভা পেয়েছে মডেল ও অভিনেত্রী আজমেরী হক বাঁধনের কানে। এর নকশা ও তৈরি করেছেন সিক্স ইয়ার্ডস স্টোরির স্বত্বাধিকারী জেরিন তাসনিম খান।

আজমেরী হক বাঁধন

বাঁধনের ব্যক্তিত্বের দৃঢ়তা এবং আত্মবিশ্বাসের কথা মাথায় রেখেই বিশেষ এই গয়নার নকশা করেছেন জেরিন। বললেন, ‘খুব সাদামাটা সাজকে অনন্য করে তুলতে এ ধরনের আধুনিক গয়নার জুড়ি নেই।’