বছর ঘুরে আবার ফিরে এসেছে দেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে বড় আয়োজন মেরিল-প্রথম আলো পুরস্কার। তারকাবহুল জাঁকজমকপূর্ণ এই আয়োজনের ২৪তম আসর বসেছে আজ শুক্রবার, রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। হল অব ফেমে মূল আয়োজন বসার আগে বিকেল পাঁচটা থেকে লালগালিচায় পদার্পণ করেছেন বিনোদনজগতের আমন্ত্রিত তারকারা। কী পোশাক পরলেন তাঁরা, কেমন সাজে সেজেছিলেন? আসুন, দেখে নেওয়া যাক একঝলক...
‘অন্তর্জাল’ সিনেমার চরিত্রের একটা ঝলক দেখা গেল অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সাজে। মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২২ অনুষ্ঠানে তিনি যে পোশাক পরে এসেছেন, সেটা তাঁর অনেক দিনের ভাবনারই বহিঃপ্রকাশ। সুনেরাহ বললেন, ‘যে পোশাকটি পরেছি, সেটি আসলে অনেক বছর ধরে জমিয়ে রাখা একটা নকশা। এটি তৈরি করেছিলাম মাথার ভেতর। অনেক বছরের শখের রং ফুটিয়ে তুলেছি আজকের পোশাকে।’
‘অন্তর্জাল’ সিনেমার প্রকৌশলীর চরিত্রটি তুলে ধরার জন্যই পোশাকে ধাতব অনুভূতি দেওয়ার চেষ্টা করেছেন হেলেসিয়া বাই ফেস্টিভাইবের ক্রিয়েটিভ ডিজাইনার এবং সহ স্বত্বাধিকারী নাশরিন সুলতানা। পোশাকটির নিচে গাঢ় নীল রঙের স্নিকের কাপড়। আর ওপরের অংশে পাইপের কাজ। পোশাকের নিচের অংশটিতে কাওল ড্রেপ স্ট্রেইট প্যাটার্ন কাট দেওয়া হয়েছে। ওপরের অংশটি ইচ্ছা করেই কিছুটা আঁটসাঁটভাবে বানানো হয়েছে। স্টিফ লুক আনা হয়েছে হাই নেক দিয়ে, যাতে লুকে যান্ত্রিক ভাব আসে। সুনেরাহ বাড়তি কোনো গয়না পরতে চাননি বলে পোশাকের ওপরের অংশে রাখা হয়েছে অভিনব জমকালো নকশা।