অভিনেতা মোশাররফ করিম
অভিনেতা মোশাররফ করিম

মোশাররফ করিম ছোটবেলায় ঈদের আগে দরজির অপেক্ষায় থাকতেন

ছোটবেলার ঈদ মানেই নতুন পোশাক। আর এই পোশাক ঘিরে একেকজনের একেক রকম আবেগ। তারকারাও এর বাইরে না। এখানে জেনে নিন অভিনেতা মোশাররফ করিমের ঈদের স্মৃতি

বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলকাঠি গ্রামে বড় হয়েছেন মোশাররফ করিম। শৈশবের কয়েক বছর সেই গ্রামেই কেটেছে ঈদ। এই সময়ে ঈদের পোশাক ঘিরেই ছিল তাঁর যত আগ্রহ।

ঈদের পোশাকে আলাদা একটা গন্ধ খুব ভালো লাগত মোশাররফের

এই তারকার মতে, ঈদের পোশাকে আলাদা একটা গন্ধ থাকত, এটা খুব ভালো লাগত। নতুন পোশাকে এখনো ছোটবেলার সেই গন্ধ খুঁজে ফেরেন এই অভিনেতা। মোশাররফ করিম জানান, ঈদের আগে পাড়াজুড়ে পোশাক নিয়ে অন্য রকম একটা আবহ তৈরি হতো। দরজির অপেক্ষায় থাকতাম। বাবা আগেই দরজিকে বলে রাখতেন, সেভাবেই দরজি এসে পোশাকের মাপ নিয়ে যেতেন। মাপ দেওয়ার পর থেকে ঈদের পোশাকের অপেক্ষায় দিন কাটত। তবে এই অপেক্ষার মধ্যে কী যে আনন্দ ছিল!

ছোট্ট মোশাররফ করিমে

স্মৃতি হাতড়ে মোশাররফ করিম বলেন, ‘মাপ নেওয়া পোশাকটি কবে বাড়ি আসবে, সেই অপেক্ষায় থাকতাম। বাজার থেকে পোশাকটি আসার পরই হাতে নিয়ে নতুন গন্ধ শুঁকতাম। এরপর সেটা লুকিয়ে রাখতাম, ঈদের দিনের আগে কেউ যাতে দেখতে না পারে। সেই পোশাকের ঘ্রাণ যেন এখনো লেগে আছে।’