২৫ থেকে ৩৫ বছরের মধ্যে চুল সাদা হয়ে যাওয়ার ঘটনা বাড়ছে। অনেকের জন্য এটি সমস্যা। তবে ইদানীং চুলে সাদা রং করাটাও চলতি ধারা। তাই প্রাকৃিতকভাবে সাদা চুল রেখে দেওয়া কিংবা কৃত্রিমভাবে চুল সাদা করা—দুটো ধারাই এখন জনপ্রিয়।
বয়স বাড়ছে, আগে তা জানান দিত মাথার চুল। কালো চুলগুলো যখন সাদা হতে থাকত, শুরু হত কলপ দেওয়া। এরপর এল পারলারে গিয়ে চুল রাঙানোর যুগ। সাদা চুল অনেকটাই গায়েব হয়ে গেল। তবে এখন আর বয়স দেখে রং পাল্টাচ্ছে না চুল। ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে চুল সাদা হয়ে যাওয়ার ঘটনা বাড়ছে। বয়স্কদের পাশাপাশি তরুণেরাও এখন সাদা চুলের অধিকারী হচ্ছেন। অনেকের জন্য এটি সমস্যা। তবে সমাধান নিয়ে এল গত বছর শুরু হওয়া চুল সাদা রং করার ধারা। তাই প্রাকৃিতকভাবে সাদা চুল রেখে দেওয়া কিংবা কৃত্রিমভাবে চুল সাদা করা—এই দুই ধারাই এখন জনপ্রিয়।
ভোগ ইন্ডিয়ার ২০২২ সালের প্রতিবেদন ‘দ্য গ্রে হেয়ার ওয়াজ আ বিগ হিট উইথ দ্য স্ট্রিট স্টাইল সেট দিস ফ্যাশন মান্থ’–এ লেখা হয়, প্রাকৃতিকভাবে চুল সাদা হয়ে গেলে অনেকেই এখন আর কালো করছেন না। করোনার সময় পারলারে গিয়ে চুল রং করা যায়নি। বাড়িতেই সাদা চুল নিয়ে দিন পার করতে হয়েছে। করোনার পরও এই ধারা অব্যাহত আছে। রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীনও এমনটা মনে করেন, প্রয়োজন থেকে মানুষ স্টাইল তৈরি করে। করোনা-পরবর্তী সময়ে সাদা চুল রাখার ক্ষেত্রে আগ্রহ দেখা যায়, এ কারণেই এই ধারার জন্ম। ধূসর চুলে বয়স্ক দেখাবে, এ ভাবনা মনে আসতেই পারে। বয়সের আগে চুল পেকে গেলে কর্মসংস্থানে বা কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। স্টাইলেও বাধা সৃষ্টি করে। এই সব ধারণা ভুল প্রমাণ করে দিয়েছেন মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব, ব্যবসায়ী, মডেল ও অভিনেত্রী কিম কার্ডাশিয়ান। গত বছর নিজেকে অভিনেত্রী মেরিলিন মনরোর ধাঁচে সাজতে গিয়ে পুরো চুল সাদা রং করে মেট গালায় এসেছিলেন তিনি। এটা তখন বেশ আলোড়ন তৈরি করে। সে হিসেবে যাঁরা সল্ট অ্যান্ড পেপার স্টাইলের ভক্ত, তাঁদের জন্য এটা স্বর্ণযুগই বলা যায়।
তাসনুভা আহমেদের কাছে সাদা চুল কোনো সমস্যা না। আস্থা আইটির অংশীদার এবং ক্লাউড কনভয়ের সিইও আত্মবিশ্বাসের সঙ্গে এই চুলেই স্টাইল করে বেড়াচ্ছেন। ৩১ বছর বয়স থেকেই ওনার চুল পাকা শুরু করে। ওনার বাবারও খুব অল্প বয়স থেকে চুল পাকা শুরু হয়েছিল। তিনি বলেন, ‘সাদা
আমার খারাপ লাগে না। কালো যেমন একটি রং, সাদাও তেমনি আরেকটি রং। চুল রং করার জন্য এক বছর বা দুই বছর পরপর সাদা আর কালোর মাঝামাঝি একটা রং বেছে নিই। কিন্তু সাদা চুলগুলোতে রং করাই না।’ চুল সাদা রাখার আরেকটা বড় কারণ আলসেমি। তাসনুভা মজা করে বললেন, ‘দুই সপ্তাহ পরপর সাদা চুল কালো করতে যে সময় আর ধৈর্য লাগবে, সেটা আমার নেই।’
আমাদের দেশের কালো চুলের ওপর কৃত্রিমভাবে এই রং নিয়ে আসাটা বেশ কষ্টকর। অনেক বেশি চুল সাদা রঙে রাঙাতে চাইলে ২ থেকে ৩ দিন পারলারে যেতে হবে। যাঁরা একবারে পুরো প্রক্রিয়াটি করতে চান, তাদের চুলের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। চুলে যাঁরা মেহেদি লাগান, সাদা রং করতে গেলে কমলা ধাঁচ চলে আসার সম্ভাবনা বেশি। পারসোনার পরিচালক নুজহাত খান জানালেন, ২০ থেকে ৩০ বছরের মধ্যে যাঁদের বয়স, তাঁরা চুল সাদা করাতে আগ্রহী বেশি। তবে সল্ট অ্যান্ড পেপার স্টাইলটাই বেছে নেওয়া হচ্ছে মূলত। মাথার চুল সাদা হয়ে গেলে চেহারায় বুড়োটে ভাব চলে আসবে, এই ধারণা ভুল প্রমাণ করছেন তরুণেরাই। ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে এমবিএ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন সামান্থা কবীর। চুলে সব সময়ই রং করে থাকেন চলতি ধারা অনুযায়ী। এখন যেহেতু সাদা রং চলছে, এ রঙেই নিজের চুলকে সাজিয়েছেন তিনি।
আবহাওয়া, পরিবেশ, মানসিক চাপ, বংশগত ইত্যাদি কারণে অনেকের চুল তাড়াতাড়ি সাদা হয়ে যাচ্ছে, এমনটাই মনে করেন রূপবিশেষজ্ঞরা। তবে চাইলে এই সাদা চুলও কিন্তু উদযাপন করা যায়। অন্যের মতামতকে গুরুত্ব না দিয়ে নিজের ক্ষমতায়ন বোঝানোরও ভালো উপায় এই চুল।
প্রাকৃতিকভাবে চুল সাদা হয়ে গেলেও চুলের মান ভালো আছে কি না, সেটার দিকেই বেশি খেয়াল রাখুন। আয়নার সামনে দাঁড়িয়ে সাদা চুল দেখলে প্রথম প্রথম হয়তো খারাপ লাগবে। কিন্তু এটাকে মন খারাপের বিষয় করে তুলবেন না। বরং এভাবে ভাবুন, ‘অনেকে মোটা টাকা খরচ করে চুল সাদা করাচ্ছে, সেখানে আমি তো বিনে পয়সাতেই পেয়ে গেছি।’
কীভাবে সাদা চুল বহন করছেন, সেটা বড় বিষয়। সাদা-কালো চুলের আলাদা একটা সৌন্দর্য আছে, চেহারার সঙ্গে মানিয়ে চুল কেটে সেটাকে আরও সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব। চেহারা ও ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে ব্লান্ট বব, শ্যাগি কাট, এ লাইন বব, সামার বব, লং অ্যাঙ্গেলড বব অথবা লম্বা চুলেই তৈরি করতে পারেন নিজের স্টাইল।