আজকাল বিয়ের মূল অনুষ্ঠানের আগেই কাবিন করে নেন অনেকে। ঘরোয়া সেই আয়োজনকে আক্দ বলে। যেখানে কনে থাকেন কিছুটা কম আড়ম্বরপূর্ণ, ছিমছাম সাজে। তেমন কিছু সাজ দেখুন এখানে—
জীবনযাপন ডেস্ক
ওশান ব্লু মসলিনের এই শাড়িতে রুপালি জরির পেটানো কাজ। তার সঙ্গে মিলিয়ে ব্লাউজের হাতায় জুড়ে দেওয়া হয়েছে নেটের কাপড়।শাড়ি–ব্লাউজের ধরন বুঝে অক্সিডাইজ সিলভার গয়নায় মুক্তার ব্যবহার করা হয়েছে। এমন পোশাকের সঙ্গে খোলা চুলেই মানানসই কনে।
বিজ্ঞাপন
ঐতিহ্যবাহী মিরপুরের বেনারসি শাড়ি। ভারী কাজের লাল ও সুবজ দুটি শাড়িকে ড্রেপিং করে পরানো হয়েছে আক্দের সাজে। যাঁরা একটু অন্যভাবে সাজতে চান, এই লুক তাঁদের উপযোগী। তার সঙ্গে মিলিয়ে কোমরে জুয়েলারির বেল্ট। সীতাপাটি আর গলার চোকারে ঝলমলে কনের হাতে লাল রেশমি চুড়ি।
বিজ্ঞাপন
চুমকির কাজ করা লেহেঙ্গায় মিষ্টি সাজে কনে। টেনে বাঁধা চুলের একদিকে পরেছেন সাদা ফুল। জড়োয়া নকশার ভারী গয়নার সঙ্গে সাজে ছিল হালকা ভাব।