সময় এখন কেডস পরার

শীতের এই সময়ে আরামদায়ক জুতা হিসেবে কেডসের জুড়ি মেলা ভার। শুধু শীত তাড়াতেই নয়, ফ্যাশনে এক অন্যতম অনুষঙ্গ হয়ে উঠছে কেডস। পাশ্চাত্য ঘরানার পোশাকের সঙ্গে কেডস পরা যায় অনায়াসেই। তবে বাঙালিয়ানা সাজপোশাকেও কিন্তু কেডস কম যায় না। নতুন ট্রেন্ড হিসেবে কনেরা তাঁদের সাজপোশাকের অন্যতম অনুষঙ্গ হিসেবে কেডস বেছে নিচ্ছেন।

মডেল : মিথিলা
ছবি :সুমন ইউসুফ

হাই হিলের বদলে এখন অনেক কনেই বেছে নিচ্ছেন আরামদায়ক কেডস।

মডেল : মিথিলা

জমকালো সাজপোশাকের সঙ্গেও পরতে পারেন কেডস।

মডেল : মৌসুম

হাতে আঁকা কেডস, হলুদের দিন কনের পায়ে।

মডেল : ফারিন

দেশি সুতি শাড়িতেও মানিয়ে যায় কেডস

মডেল : পূজা চেরী

শীতে সারা দিন ঘুরে বেড়াতে কেডসের কোনো বিকল্প নেই।