বিয়ের ছবি বিক্রি করে কীভাবে আয় করলেন এই তারকারা

চারদিক ঘেরা সুরক্ষিত কোনো জায়গায় খুব কাছের কিছু মানুষকে নিয়ে বিয়ে। তারপর সামাজিক যোগাযোগমাধ্যমে দুই থেকে তিনটি ছবি প্রকাশ করে বিয়ের ঘোষণা—কয়েক বছর ধরে শুরু হয়েছে এই এক নতুন ধারা। ২০১৭ সালের ডিসেম্বরে ভারতীয় অভিনেত্রী আনুশকা শর্মা আর ক্রিকেটার বিরাট কোহলির বিয়ের পর থেকে শুরু হয়েছে এই ধারা। এ কারণে তারকাদের বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে গুঞ্জন চলতেই থাকে। তারকা ও ভক্তদের মধ্যে এ সুযোগে ঢুকে পড়ে নামীদামি ম্যাগাজিন আর ওটিটি প্ল্যাটফর্ম। কিনে নেয় তারকাদের বিয়ের ছবি আর ভিডিও। তারকারাও যেখানে সর্বাধিক মূল্য পান, সেখানেই নিজেদের বিয়ের স্বত্ব বিক্রি করে দিচ্ছেন। এই টাকার অঙ্ক অনেকটা তারকাদের জনপ্রিয়তার ওপর ওঠানামা করে।

কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা

৭ ফেব্রুয়ারি জয়সলমিরে বিয়ে করেছেন কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। দিল্লিতে বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানেও ক্যামেরার সামনে আসেননি এই দম্পতি। কারণ হিসেবে ধরে বলা হচ্ছে, তাঁদের বিয়ের স্বত্ব অ্যামাজন প্রাইম ভিডিওতে বিক্রি করা হয়েছে। পেছনের দরজা দিয়ে দিল্লির অনুষ্ঠানে প্রবেশ করেন কিয়ারা–সিদ্ধার্থ। বিয়ে করার আগেও গুজব ছিল যে প্রাইম ভিডিও এই তারকা দম্পতির বিয়ের অনুষ্ঠানের স্বত্ব কিনে নিয়েছেন। অ্যামাজন প্রাইম ভিডিও বিয়ের আগে শের শাহ দম্পতির একটি ছবি এবং যেখানে বিয়ের অনুষ্ঠান হয়েছে, সেখানকার একটি ছবি প্রকাশ করে ক্যাপশন দিয়েছিল ‘কেল্লাগুলো শ্বাসরুদ্ধকর সুন্দর হলেও...এমনি বলছি।’ এই ছবি প্রাইম ভিডিও ইন-এর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়ার পরপরই ভক্তরা বুঝে যান, এখানেই কয়েক দিন পর দেখা যাবে প্রিয় তারকার বিয়ের ভিডিও। তবে এই প্ল্যাটফর্ম থেকে তাঁরা কত টাকা পাচ্ছেন, সেটা এখনো জানা যায়নি।

সোহেল কাঠুরিয়া ও হংসিকা মোতওয়ানি

অভিনেত্রী হংসিকা মোতওয়ানি ও সোহেল কাঠুরিয়া তাঁদের বিয়ের চলচ্চিত্রের ওটিটি স্বত্ব ডিজনি প্লাস হট স্টারের কাছে বিপুল পরিমাণ টাকায় বিক্রি করেছিলেন। তাঁদের বিয়ের ছবির ট্রেলার ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি থেকে দেখা যাচ্ছে এই প্ল্যাটফর্মে।

আলিয়া ভাট ও রণবীর কাপুর

আলিয়া ভাট ও রণবীর কাপুর গত বছর ১৪ এপ্রিল মুম্বাইয়ের বাড়ি ‘বাস্তু’তে বিয়ের পিঁড়িতে বসেন। প্রায় পাঁচ বছর সম্পর্কের পর বিয়ে করেন এই দম্পতি। তথ্য অনুযায়ী, বলিউডের এই শক্তিশালী দম্পতি তাঁদের বিয়ের ফিল্মস্বত্ব একটি ওটিটি প্ল্যাটফর্মের কাছে ৯০ থেকে ১১০ কোটি রুপিতে বিক্রি করেছে।

নয়নতারা ও বিঘ্নেশ শিবন

২০২০ সালে ৯ জুন অভিনেত্রী নয়নতারা এবং চলচ্চিত্র নির্মাতা বিঘ্নেশ শিবান চেন্নাইয়ে বিয়ে করেছিলেন। তারকা দম্পতি তাঁদের বিয়ের ফিল্মের অধিকার নেটফ্লিক্সের কাছে ২৫ কোটি রুপিতে বিক্রি করেছেন।

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল

বলিউডের জনপ্রিয় দম্পতি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল গত বছরের ডিসেম্বরে রাজস্থানের সওয়াই মাধোপুর জেলায় বিয়ে করেন। যদি রিপোর্টগুলো সত্য হয়, তারকা দম্পতি তাঁদের বিয়ের ছবির ওটিটি স্বত্ব ৮০ কোটি টাকায় অ্যামাজন প্রাইম ভিডিওর কাছে বিক্রি করেছেন।

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ২০১৮ সালে ইতালির লেক কোমোর ভিলা দেল বালবিয়ানেলোতে গাঁটছড়া বাঁধেন, তাঁরা তাঁদের বিয়ের ফিল্ম একটি প্রকাশনা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেছেন বলে জানা গেছে। এই দম্পতি ওটিটি প্ল্যাটফর্ম বেছে নেননি। কত রুপিতে বিক্রি করেছেন, সেই তথ্য এখনো অজানা। তবে এই অর্থ তাঁরা ব্যবহার করেছেন দীপিকা পাড়ুকোনের দাতব্য ফাউন্ডেশন লাইভ লাফ লাভ–এর কাজে।

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস ২০১৮ সালে যোধপুরে বিয়ে করেছিলেন। তাঁদের বিয়ের ছবি এবং ভিডিও একটি আন্তর্জাতিক ম্যাগাজিনের কাছে ১৮ কোটিতে বিক্রি করেছেন।

আনুশকা শর্মা ও বিরাট কোহলি

বিরাট ও আনুশকার প্রাক্‌-বিয়ে ও বিয়ের দিনের ছবি যুক্তরাষ্ট্রের একটি ম্যাগাজিনের কাছে বিক্রি করা হয়েছে, যার নাম এখনো জানা যায়নি। এই টাকা দাতব্য সংস্থায় দান করে দিয়েছেন এই দম্পতি।