রাতের সাজে যেমন বেণি

গরম থাকলেও সাজগোজ করা তো আর বন্ধ থাকবে না। সাজ নিয়ে নিরীক্ষা করতে যাঁরা ভালোবাসেন, তাঁদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটুক এদিন। বেণি এ বছর নানা কায়দায় বাঁধা হবে। রাতের জন্য সাধারণ হাতবেণি থেকে জমকালো—রইল বেণি বাঁধার তেমনই ৩ কায়দা।

মডেল: তিথি, পোশাক: লা রিভ, গয়না: শৈলী, সাজ: পারোসোনা

ফ্রেঞ্চ বেণি করে সাধারণভাবেই বেঁধে নেওয়া হয়েছে। পোশাকের সঙ্গে মিলিয়ে লিপস্টিকের রঙে রাঙানো হয়েছে ঠোঁট। সাজের বাকি অংশ হালকাই রাখা হয়েছে।

দুই বেণির এই কায়দায় জরি লাগানো ফিতাটাই যেন মুখ্য ভূমিকা পালন করছে। মাঝে সিঁথি করা হয়েছে। সিঁথি থেকেই সাধারণভাবে শুরু হয়েছে বেণি বোনা। বেণির সঙ্গে সামঞ্জস্য রেখে সাজেও আনতে হবে নাটকীয়তা। চোখের ওপর আইশ্যাডোর রং রাখা হয়েছে হালকা। আর নিচে হালকা লালচে ছোঁয়া। গ্রাফিক্যাল নকশার ছোঁয়ায় সেজে উঠেছে চোখ জোড়া। লিপস্টিকের রং এখানে হালকা রাখলেই ভালো।

চুলের এক পাশে চিকন বেণি। তাতে জুড়ে দেওয়া হয়েছে শামুকের খোল। বাকি চুল খোলাই থাকছে। স্কার্টের সঙ্গে মিলিয়ে চোখের নিচের অংশে গাঢ় নীল রঙের আইশ্যাডো লাগানো হয়েছে।

চোখের ওপরের অংশে হালকা বাদামি ও সোনালি রঙের আইশ্যাডো মিশিয়ে লাগানো। পোশাক ও চুলের বাঁধন আধুনিক ধাঁচের হলেও গয়নায় আছে সাবেকিয়ানা।