হলিউডের এই তারকারা মেকআপ ছাড়া দেখতে যেমন

হলিউডের এই তারকাদের আমরা দেখি পর্দায়। স্বাভাবিকভাবেই পর্দায় তাঁরা হাজির হন মেকআপ নিয়ে। একটা সময় ছিল, যখন তারকারা সাধারণত মেকআপ ছাড়া ছবি প্রকাশ করতে চাইতেন না। তবে সময় বদলেছে, তারকারাও ভক্তদের সঙ্গে তাঁদের মেকআপ ছাড়া ছবি শেয়ার করতে দ্বিধায় ভোগেন না। এর ইতিবাচক প্রভাব পড়ছে ভক্তদের মধ্যে। কেননা, সাধারণ মানুষের সুযোগ হচ্ছে তারকাদের অকৃত্রিম ত্বক দেখার। আর তারকাদের ত্বকও যে সাধারণ মানুষের মতোই, তাঁদেরও যে ব্রন হয়, তাঁদের মুখেও যে দাগ থাকে, বলিরেখা পড়ে—সবই এখন সহজ ও স্বাভাবিক। বিশেষজ্ঞদের মতে, এর ফলে অনেকেই নিজের ত্বক ও চেহারা নিয়ে হীনমন্যতায় ভুগবেন না। দেখে নিন, বলিউড তারকাদের কিছু মেকআপ ছাড়া ছবি এবং লক্ষণীয় বিষয়, মেকআপ ছাড়াও তাঁরা সুন্দর...

টেলর সুইফট

টেলর সুইফট
ছবি: এক্স (সাবেক টুইটার)

গাল গ্যাদত

গাল গ্যাদত

ডেমি লোভাটো

ডেমি লোভাটো

রিয়ানা

রিয়ানা

সালমা হায়েক

সালমা হায়েক

ভিক্টোরিয়া বেকহ্যাম

ভিক্টোরিয়া বেকহ্যাম

সেলেনা গোমেজ

সেলেনা গোমেজ

কিম কার্ডাশিয়ান

কিম কার্ডাশিয়ান

ক্যামিলা কাবেলো

ক্যামিলা কাবেলো

ড্রিউ ব্যারিমুর ও ক্যামেরন ডিয়াজ

ড্রিউ ব্যারিমুর ও ক্যামেরন ডিয়াজ

গিগি হাদিদ

গিগি হাদিদ

জেনিফার লোপেজ

জেনিফার লোপেজ

কেটি পেরি

কেটি পেরি

লেডি গাগা

লেডি গাগা

মাইলি সাইরাস

মাইলি সাইরাস

কাইলি জেনার

কাইলি জেনার