ঈদে শাড়ি পরা হবেই। দেশীয় উপকরণে তৈরি শাড়িগুলো উৎসবে নিয়ে আসে ভিন্ন আমেজ। সিল্ক, মসলিন বা কোটায় ঈদের আরাম, স্টাইল আর জমকালো ভাব—সবই পাওয়া যাবে। ঈদের দুপুর আর রাতের জন্য তুলে ধরা হলো দুইটি সাজ।
নকশা প্রতিবেদক
সাদা রঙের কোটা শাড়িটিকে প্রথমে ল্যাভেন্ডার রং দিয়ে ডাই করা হয়েছেপাড়ে চওড়া করে দেওয়া হয়েছে নানা রঙের ব্লক প্রিন্ট। এই মোটিফের ব্লক বানানো হয়েছে আলাদা করে। ব্লক প্রিন্টের চারপাশে সিলভার জরি দিয়ে আউটলাইন করা হয়েছেশাড়িটির চারপাশ ঘুরে গেছে চিকন লেস। দুপুরের জন্য আদর্শ সাজ। চোখে টানা হয়েছে আইলাইনার। এক পাশে সিঁথি করে খোঁপা করা
বিজ্ঞাপন
হালকা বাদামি রঙের মসলিন বা র সিল্কের শাড়িতে স্ক্রিন প্রিন্ট করা হয়েছে। এর ওপর কারচুপি হাতের কাজ। আঁচলে যুক্ত করা হয়েছে ট্যাসেলরাতের যেকোনো দাওয়াতের জন্য এ ধরনের শাড়ি মানানসই চুল খোলাই রাখতে পারেন। রাতের বেলা চোখের সাজে মনোযোগ দিন