নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘খুফিয়া’। সিনেমাটি পরিচালনা করেছেন বিশাল ভরদ্বাজ। বাংলাদেশেও সিনেমাটি নিয়ে যথেষ্ট আগ্রহ লক্ষ করা যাচ্ছে। কারণ, সিনেমাটির বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবিতে তাঁর অভিনয় প্রশংসাও পাচ্ছে।
বিভিন্ন সময় প্রথম আলোর ক্রোড়পত্র ‘নকশা’ ও বর্ণিল ম্যাগাজিনে মডেল হয়েছেন বাঁধন। কখনো দেশীয় পোশাকে, কখনো ওয়েস্টার্ন, আবার কখনো নিজের মেয়েকে নিয়েই প্রচ্ছদে এসেছেন তিনি। একেক সময় একেক রকম সাজে বাঁধনের সেই উপস্থিতি পাঠকদের সামনে তুলে ধরা হলো আরেকবার।