১৮৩৭ সালের ২০ জুন থেকে ১৯০১ সালের ২২ জানুয়ারি। এটা রানি ভিক্টোরিয়ার সময়কাল। এই সময়ের ইউরোপীয় নারীদের ফ্যাশনের কিছু অনন্য বৈশিষ্ট্য আছে। যেগুলোর কোনো কোনোটা এই সময়ে দাঁড়িয়েও দিব্যি আছে। ভিক্টোরিয়ান সময়কালে নারীদের চুল না কাটার প্রবণতা ছিল। চুলের দৈর্ঘ্য একজন নারীর মর্যাদা, ভদ্রতা আর ঐশ্বর্যের প্রতীক হিসেবে ধরা হতো। দেখে নেওয়া যাক তেমনই ১০টি ছবি। আর জেনে নেওয়া যাক সারা জীবনে চুল না কাটার নেপথ্য কারণ। এই লেখার সঙ্গে ব্যবহৃত ছবিগুলো ১৮৬০ থেকে ১৯০০ সালের ভেতর তোলা, সাহরান মোর্শেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া। তিনি ছবিগুলো সংগ্রহ করেছেন রেয়ার হিস্টোরিক্যাল ফটোজ থেকে।