শীতে উষ্ণতার জোগান দিতে ‘সারা’র শীতপোশাকের সম্ভার

‘সারা’ লাইফস্টাইলের শীতকালীন পোশাকের সংগ্রহে থাকছে সব বয়সী ক্রেতার জন্য পোশাক।
ছবি: সংগৃহীত

প্রকৃতিতে এসে গেছে ফ্যাশনপ্রেমীদের পছন্দের ঋতু শীত। শীতের আগমনকে কেন্দ্র করে ফ্যাশনসচেতন মানুষের মধ্যেও শুরু হয়েছে প্রস্তুতি। তাই সবার জন্য শীতের হিম বাতাসে ফ্যাশন ও উষ্ণতার মিশ্রণে বাহারি শীতের পোশাক নিয়ে এসেছে দেশের অন্যতম জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’।

বরাবরের মতো এবারও ‘সারা’ লাইফস্টাইলে নিয়ে এসেছে সাশ্রয়ী মূল্যে শতাধিক ডিজাইনের নতুন শীতকালীন পোশাকসামগ্রী। সারার শীতকালীন সংগ্রহের থিম—অভিযান। বৈচিত্র্যময় এসব পোশাক হালের ট্রেন্ডি ফ্যাশন ও স্বাচ্ছন্দ্যের সংমিশ্রণে প্রস্তুত করা হয়েছে। উষ্ণ ও আরামদায়ক কাপড়ের সঙ্গে কালো, নেভি ব্লু, লাল, মেরুন, ধূসর ও বাদামি রঙের সমন্বয়ে ডিজাইন করা হয়েছে এবারের সারার শীতকালীন আয়োজন।

সিনথেটিক, ব্লেন্ডেড টেনসিল, সুতি ও ডেনিম কাপড়ের তৈরি শীতের পোশাকগুলো দেখতে যেমন আকর্ষণীয়, পরতেও বেশ আরামদায়ক।

প্রায় শতাধিক রং এবং ডিজাইনের ভিন্নতা থাকছে এই শীতকালীন পোশাকের আয়োজনে।

‘সারা’ লাইফস্টাইলের শীতকালীন পোশাকের এই সংগ্রহে থাকছে সব বয়সী ক্রেতার জন্য পোশাক। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি সারাতে আছে শিশুদের জন্যও বিশেষ সংগ্রহ। প্রায় শতাধিক রং এবং ডিজাইনের ভিন্নতা থাকছে এই শীতকালীন পোশাকের আয়োজনে। হালকা ও ভারী শীতে পরার জন্য বিভিন্ন নকশার পোশাক সারার সব শাখাসহ ই-কমার্সেও পাওয়া যাবে।

উষ্ণতা, ফ্যাশন, গুণগত মান এবং সাশ্রয়ী মূল্যের চমৎকার সমন্বয়ে সারার শীত আয়োজনে পুরুষদের জন্য রয়েছে জ্যাকেট, স্যুট সেট, ফুল স্লিভস টি-শার্ট, ডেনিম জ্যাকেট, ডেনিম শার্ট, ক্যাজুয়াল শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, জগার্স ও শাল।

একই সঙ্গে নারীদের জন্য সারা এবার নিয়ে এসেছে জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ডেনিম কুর্তা, ডেনিম টপ, শাল ও হুডি টি-শার্ট। এ ছাড়া সারার সব সময়কার ডিজাইনের পোশাক তো থাকছেই।

সারার জ্যাকেট

শীত এলেই শিশুদের প্রতি বাড়তি যত্ন, অধিক সতর্কতা অবলম্বন করতে হয়। আর তাই সারা লাইফস্টাইল শিশুদের জন্য নিয়ে এসেছে আরামদায়ক সব শীতকালীন পোশাকের সংগ্রহ। ছেলেশিশুদের জন্য সারা নিয়ে এসেছে বাহারি ডিজাইনের জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ডেনিম শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, শার্ট-প্যান্ট সেট ও ফুল স্লিভস টি-শার্ট। একই সঙ্গে মেয়েশিশুদের জন্য রয়েছে জ্যাকেট, ফুল স্লিভস টি-শার্ট, ডেনিম টপ ও ডেনিম কুর্তা।

সারা বরাবরই শীত আয়োজনে ক্রেতাদের পছন্দের কথা বিবেচনা করে অনাড়ম্বর ডিজাইনের জ্যাকেট বানিয়ে থাকে। সারার চমৎকার সব স্টাইলিশ পোশাক হতে পারে আপনার এ সময়ের সঙ্গী। সারা লাইফস্টাইলের বাহারি সব শীতের পোশাক মাত্র ৫০০ টাকা থেকে শুরু করে ৩ হাজার টাকার মধ্যে কিনতে পারবেন ক্রেতারা।

আরামদায়ক উপকরণ, মানসম্পন্ন অনুষঙ্গ এবং চলতি ধারার নকশার জ্যাকেটগুলো আপনাকে দেবে উষ্ণতা, আপনার ফ্যাশনে যোগ করবে নতুন এক মাত্রা। সব সময় গ্রাহকদের স্বার্থে পোশাকের দামও সাধ্যের মধ্যে রাখার জন্য সারার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সারার চমৎকার সব স্টাইলিশ পোশাক হতে পারে আপনার এ সময়ের সঙ্গী।

উল্লেখ্য, ‘স্নোটেক্স গ্রুপ’-এর লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’র যাত্রা শুরু ২০১৮ সালের মে মাসে। ঢাকার মিরপুর-৬-এ অবস্থিত সারার প্রথম আউটলেট নিয়ে কাজ শুরুর পর বসুন্ধরা সিটির লেভেল-১, ব্লক-এ-এর ৪০ এবং ৫৪ নম্বর দোকানটি ছিল সারার দ্বিতীয় আউটলেট। তৃতীয় আউটলেটটি হলো বাড়ি-১৯ বি/৪সি ও বি/ ৪ ডি, ব্লক-এফ, রিং রোড, মোহাম্মদপুর। উত্তরায় সারার পোশাক পাওয়া যাবে হাউস নম্বর-২২, সোনারগাঁ জনপদ, সেক্টর-৯-এ। বারিধারা জে ব্লকে আছে আরেকটি আউটলেট। বনশ্রী ই-ব্লকের ১ নম্বর রোডের ৪৮ নম্বর বাড়িতে রয়েছে সারার ষষ্ঠ আউটলেট।

ঢাকার বাইরে সারার প্রথম আউটলেট রংপুরে জাহাজ কোম্পানির মোড়ে। রাজধানী ঢাকার ওয়ারীতে (বাড়ি ৩৬/১ নম্বর, র‍্যাংকিন স্ট্রিট, ওয়ারী) রয়েছে সারার অষ্টম আউটলেট। নবম আউটলেট রাজশাহীতে (বাড়ি-৫৩ ও ৫৪, ইউনাইটেড টাওয়ার, রানী বাজার)। রাজধানী ঢাকার বাসাবোতে (বাড়ি-৯৬/২, পূর্ব বাসাবো, সবুজবাগ) রয়েছে দশম আউটলেট।

ই-কমার্সেও পাওয়া যাবে সারার পোশাক

বগুড়ায় ‘হোল্ডিং নম্বর ১১৩, ১০৯ সিটি সেন্টার, জলেশ্বরীতলা) রয়েছে একাদশতম আউটলেট। সিলেটে (হাউস-৩১-এ, কুমারপাড়া, ওয়ার্ড ১৮, ভিআইপি রোড, সদর) চালু হয়েছে আরও একটি আউটলেট। ফেনীতে (ওহাব টাওয়ার, হোল্ডিং নম্বর-৩১০, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ওয়ার্ড নম্বর–১৬) কার্যক্রম শুরু হয়েছে ‘সারা’র আরও একটি আউটলেটের।

বরিশাল শহরে (বিবির পুকুরপাড়, ফকির কমপ্লেক্স, ১১২ সদর রোড) রয়েছে আরও একটি আউটলেট। সম্প্রতি নারায়ণগঞ্জে (টিএসএন প্লাজা, ১৪৫/০৪ বঙ্গবন্ধু রোড) চালু হয়েছে সারার আরও একটি নতুন আউটলেট। এ ছাড়া শিগগিরই খুলনা শহরের শিববাড়ি মোড়ে সারার আরও একটি নতুন আউটলেট চালু হতে যাচ্ছে।

আউটলেটের পাশাপাশি সারার নিজস্ব ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইন্সটাগ্রাম থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। এ ছাড়া ঢাকার বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও অর্ডার করা পণ্য ডেলিভারি পাবেন ক্রেতারা।