নোটিশ বোর্ড

২৪টি ভিন্ন স্বাদের আইসক্রিম পাবেন যেখানে

নতুন শাখা

মুভেনপিকে থাকছে ২৪টি ভিন্ন স্বাদের আইসক্রিম
ছবি : সংগৃহীত

মুভেনপিক: নতুন-পুরোনো মিলিয়ে মোট ২৪টি ভিন্ন স্বাদের আইসক্রিম নিয়ে গত শুক্রবার রাজধানীর বেইলি রোডে খুলেছে মুভেনপিকের নতুন আউটলেট। এই গরমে মজাদার আইসক্রিম উপভোগ করতে চাইলে এখানে চলে যেতে পারেন।

বুফে ডিনার

‘বিট দ্য হিট’ নামে প্যাকেজ চালু করছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট: অতিথিদের জন্য ‘বিট দ্য হিট’ নামে কিছু প্যাকেজ চালু করছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। এর আওতায় রুম উইথ বুফে ব্রেকফাস্ট প্যাকেজটির মূল্য পড়বে ৯ হাজার ৫৫৫ টাকা। ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাবের সদস্যদের জন্য ৮ হাজার ৫৫৫ টাকা। বুফে ডিনার উপভোগ করতে চাইলে গ্রান্ডিওস রেস্টুরেন্টে খরচ হবে মাত্র ৪ হাজার ৯৯৯ টাকা। এ ছাড়া মাত্র ২ হাজার ৯৯৯ টাকায় কফি বা জুস পানের পাশাপাশি সাঁতার কাটতে কাটতে একটি চমৎকার দিন উপভোগ করতে পারবেন দম্পতিরা।

রবীন্দ্রজয়ন্তীর আয়োজন

কে ক্র্যাফটের ২৫ বৈশাখ উপলক্ষে যুগল পোশাক

কে ক্র্যাফট: ২৫ বৈশাখ উপলক্ষে যুগল পোশাক এনেছে ফ্যাশন হাউস কে ক্র্যাফট। আবহাওয়াকে বিবেচনায় রেখে জ্যাকার্ড কটন, হাফ সিল্ক ও লিনেন কাপড় দিয়ে তৈরি হয়েছে এসব পোশাক।