কফি দিবসে ঢাকায় আজ কোথায় কী অফার চলছে

আজ ১ অক্টোবর, আন্তর্জাতিক কফি দিবস উপলক্ষে ঢাকার কফিশপ থেকে শুরু করে নামী হোটেলগুলোও দিয়েছে নানা চমকপ্রদ অফার। প্রিয়জনকে সঙ্গে নিয়ে যদি কফি খেতে চান, সুযোগ আজই! জেনে নিন কয়েকটি ছাড়ের খোঁজ।

বনানীর শেরাটন ঢাকায় এক কাপ কফি কিনলেই সঙ্গে আরেক কাপ পাবেন বিনা মূল্যে। সুযোগ শুধু আজকের দিনের জন্য।
বনানীর শেরাটন ঢাকায় এক কাপ কফি কিনলেই সঙ্গে আরেক কাপ পাবেন বিনা মূল্যে। সুযোগ শুধু আজকের দিনের জন্য।
রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের পুলসাইড ক্যাফেতে এক কাপ কফি নিলে বিনা মূল্যে পাবেন ইক্লেয়ার। সুযোগ থাকছে আজ ও কাল।
বনানীর পাইনউড ক্যাফে‍+কিচেনে একটি কফি নিলেই পাচ্ছেন আরেকটি, বিনা মূল্যে। অফার থাকছে শুধু আজই।
ভালোবাসার মানুষকে সঙ্গে নিয়ে এক কাপ কফি খাওয়ার দিন তো আজই! তাই অ্যারাবিকা কফি শপে এক দিনের জন্য থাকছে একটি কিনলে একটি ফ্রি অফার। ঢাকায় এই কফিশপের শাখা আছে বসুন্ধরা, গুলশান ২, বনানী ও ধানমন্ডিতে।
এক কাপ কফির সঙ্গে আজ বিনা মূল্যে ইক্লেয়ার পাচ্ছেন ইনডালজ রেস্তোরাঁতেও। ধানমন্ডি, বনানী, গুলশান, ওয়ারী, বেইলি রোড, উত্তরা ও গুলশান ১ শাখায় এই সুযোগ পাওয়া যাবে
চেইন কফিশপ নর্থ এন্ডও আজ এক কাপ কফির সঙ্গে আরেক কাপ দিচ্ছে বিনা মূল্যে। গুলশান, ধানমন্ডিসহ ঢাকার নানা এলাকায় নর্থ এন্ডের শাখা আছে