এক ছাদের নিচে কেনাকাটা করতে আর দেশি পণ্যের প্রতি ভালোবাসা প্রকাশে স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে দর্শনার্থীদের এই আনন্দ উঠানের আয়োজনে।
গত শুক্রবার ১৩ ও ১৪ সেপ্টেম্বর দুইদিন ব্যাপী হয়ে গেল মেলা। মেলার দ্বিতীয় দিন শনিবারেও মাইডাসে সেন্টারে ১২ তলায় পা রাখতেই একই চিত্র দেখা গেল । এই আনন্দ সবার সঙ্গে দেখা হওয়ার আনন্দ, একই ছাদের নিচে বন্ধু-পরিজন নিয়ে বা একাই কেনাকাটা করার আনন্দ আর একে অপরের পাশে দাঁড়ানোর আনন্দ।