আনন্দ উঠানের আয়োজনে

এক ছাদের নিচে কেনাকাটা করতে আর দেশি পণ্যের প্রতি ভালোবাসা প্রকাশে স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে দর্শনার্থীদের এই আনন্দ উঠানের আয়োজনে।

গত শুক্রবার ১৩ ও ১৪ সেপ্টেম্বর দুইদিন ব্যাপী হয়ে গেল মেলা। মেলার দ্বিতীয় দিন শনিবারেও মাইডাসে সেন্টারে ১২ তলায় পা রাখতেই একই চিত্র দেখা গেল । এই আনন্দ সবার সঙ্গে দেখা হওয়ার আনন্দ, একই ছাদের নিচে বন্ধু-পরিজন নিয়ে বা একাই কেনাকাটা করার আনন্দ আর একে অপরের পাশে দাঁড়ানোর আনন্দ।

মেলায় ঘুরে নানা পণ্য দেখছেন ক্রেতারা।
ঘর সাজানোর সামগ্রী থেকে শুরু করে নানা দেশীয় পণ্য রয়েছে মেলায়।
আর্টমেসির শাড়ির সংগ্রহ নজর কেড়েছে দর্শনাথীদের।
ক্যানভাসের গয়না পরে মেলায় সেজেছেন বিক্রেতা।
বোকা বাক্সে রয়েছে কাঁসা ও পিতলের নান্দনিক সব পূজার সামগ্রী
কেউ কেউ কেনার আগে যাচাই করে দেখছেন।
দয়ীতার সিগনেচার পুঁতির মালা রয়েছে।
নানা রকম গয়না রয়েছে মেলায়।
নারীরা শাড়ির সঙ্গে মিলিয়ে ব্লাউজ পছন্দ করছেন।
ব্যাগ, শাড়ি সবই আছে মেলায়।
নানা পুঁতি দিয়ে তৈরি আংটি।
আচারির অর্গানিক পণ্য কিনতে ভিড় দেখা যায়।