ফুটপাতের মাফলারের দাম কম কিন্তু মানে ভালো
ফুটপাতের মাফলারের দাম কম কিন্তু মানে ভালো

ফুটপাতের ১৫০ টাকার মাফলার দেখতে কেমন

মাফলার, মানিয়ে যায় পশ্চিমা কিংবা দেশি যেকোনো ধরনের পোশাকের সঙ্গেই। শীত থেকে বাঁচানোর পাশাপাশি স্টাইল করার ক্ষেত্রেও সমানভাবে জনপ্রিয় মাফলার। মাফলারের রং ও নকশায় দেখা মিলছে বৈচিত্র্যের। এখন ব্যবহার করতে দেখা যায় ছোট–বড় সব বয়সের মানুষকেই। আজকাল দোকান অথবা অনলাইনে কেনাকাটার পাশাপাশি ফুটপাত থেকেও কেনা হচ্ছে মাফলার। কারণ, দাম কম কিন্তু জিনিস ভালো। তবে কাপড়ের গুণগত মান এবং ধরনভেদে মাফলারের দামে দেখা যাচ্ছে তারতম্য।

মখমল ও উলের মাফলারও আছে

মিরপুরের হোপ মার্কেট

মখমল, চায়না ফেব্রিক ও উলের মাফলারের দেখা মিলবে মিরপুরের জনপ্রিয় হোপ মার্কেটে। বাচ্চাদের জন্য তৈরি বিশেষ ধরনের মাফলার পাওয়া যাচ্ছে এই মার্কেটে। এই মাফলারগুলোর এক পাশে জুড়ে দেওয়া থাকে ছোট্ট কোনো কার্টুন বা পুতুলের মুখ। বাচ্চাদের এসব মাফলার পেয়ে যাবেন ১৫০ থেকে ২০০ টাকায়। এ ছাড়া মখমল ও চায়নিজ কাপড়ের তৈরি মাফলার পেয়ে যাবেন ১৫০ টাকার মধ্যে।

কাপড়ের গুণগত মান এবং ধরনভেদে মাফলারের দামে দেখা যায় ভিন্নতা

উত্তরা রাজলক্ষ্মী মার্কেট

উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে বসা ফুটপাতের জমজমাট দোকানগুলো থেকেও পেয়ে যাবেন বিভিন্ন প্যাটার্ন ও নকশার মাফলার। উলের তৈরি এসব মাফলারের বেশির ভাগই চায়না থেকে আনা। মাফলারগুলোর দাম পড়বে ৩৫০ থেকে ৫০০ টাকা।

ধানমন্ডি হকার্স মার্কেট

শাড়ি, থ্রিপিস ও গয়না থেকে শুরু করে সোয়েটার, শাল সবই পাওয়া যাবে ধানমন্ডি হকার্স মার্কেটে। পাশাপাশি মাফলারের বেশ ভালো সংগ্রহ দেখা গেল এই বাজারে। এখানে উলের তৈরি একরঙা ও চেকের মাফলার পাওয়া যাচ্ছে ৫০০ থেকে ৬৫০ টাকার মধ্যে। ভিসকস কাপড়ের বিভিন্ন নকশার মাফলার মিলছে ১৫০ থেকে ২০০ টাকায়।

ফুটপাত থেকে কেনাকাটার জন্য জনপ্রিয় মোহাম্মদপুর কৃষি মার্কেট

মোহাম্মদপুর কৃষি মার্কেট

ফুটপাত থেকে কেনাকাটার জন্য জনপ্রিয় মোহাম্মদপুর কৃষি মার্কেট। এই বাজারের ভ্যানগাড়ি গুলোতেই পেয়ে যাবেন বিভিন্ন ধরনের চেক নকশার মাফলার। এই মার্কেটে মাফলারের দাম পড়বে ১৫০ থেকে ২৫০ টাকা।