আরএফএল ওয়্যারড্রোব ঈদবাজারের হালচাল

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীসহ দেশের অভিজাত বিপণিবিতানগুলো। শুরু হয়েছে বেচাকেনাও। পবিত্র রমজান ও ঈদ কেনাকাটার প্রতিদিনের চিত্র নিয়েই বিশেষ আয়োজন 'আরএফএল ওয়্যারড্রোব ঈদবাজারের হালচাল'। 

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে বিক্রেতারা নতুন পোশাকে সাজিয়েছেন দোকান। বাড়ছে ক্রেতাদেরও আনাগোনাও। আজ ঢাকার নিউমার্কেটে
ছবি : সৈয়দ জাকির হোসেন
রাজধানীর গাউছিয়া মার্কেটে চলছে ঈদের কেনাকাটা
ঈদের কেনাকাটা করতে রাজধানীর বসুন্ধরা সিটিতে মানুষের ভিড়
অনেকের কাছে ‘ঈদ মানেই নতুন জুতা’। তাই সারা বছরের তুলনায় ঈদের সময় জুতা বিক্রি হয় অনেক বেশি। পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে রাজধানীর গাউছিয়া মার্কেটে জমে উঠেছে জুতার বাজার। বাড়ছে ক্রেতাসমাগমও
ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নীলফামারীর সৈয়দপুরের দর্জিরা। ছবিটি শহরের নিউ সুপার মার্কেটের ‘ভাই ভাই টেইলার্স’ থেকে তোলা
সিলেটে শুরু হয়েছে ঈদের কেনাকাটা। নগরের বিভিন্ন বিপণিবিতানে নতুন পোশাক কিনতে আসছেন মানুষজন। অভিভাবকের সঙ্গে ঈদের কেনাকাটা করতে আসা এক শিশু দেখছে নতুন পোশাক। ছবিটি ১ এপ্রিল সিলেট নগরের বন্দরবাজার এলাকার হাসান মার্কেট থেকে তোলা।
ঈদের কেনাকাটার অংশ হিসেবে নতুন পোশাকের সঙ্গে মিলিয়ে গয়না দেখছেন দুজন ক্রেতা। সম্প্রতি রাজধানীর বসুন্ধরা সিটিতে।
জমে উঠতে শুরু করেছে ঈদের বাজার। অন্যান্য পোশাকের পাশাপাশি বর্তমানে গজ কাপড়ের দিকে বেশি আগ্রহ মধ্যম আয়ের মানুষদের। ব্যবসায়ীদের আশা, সামনের দিনগুলোতে বিক্রি আরও বাড়বে। সম্প্রতি পাবনা মহিলা কলেজ সড়কের একটি দোকানের চিত্র
ঈদের কেনাকাটা করতে রাজধানীর নিউমার্কেট এলাকায় বিভিন্ন বয়সী ক্রেতাদের ভিড়
ঈদ সামনে রেখে নানা রং ও ডিজাইনের পোশাক শোভা পাচ্ছে দোকানগুলোতে। ক্রেতারাও ব্যস্ত পছন্দের পোশাক কেনাকাটায়। সম্প্রতি রাজধানীর মিরপুরের একটি শপিং মলে
নগরের অভিজাত মার্কেটগুলোতে অন্যান্য বছরের তুলনায় ক্রেতারা আসছেন কম; জমে ওঠেনি কেনাকাটাও। ৫ এপ্রিল দুপুরে ময়মনসিংহ নগরের স্টেশন রোড এলাকায় তোলা ছবি।
পুরুষদের ঈদের কেনাকাটার তালিকায় শীর্ষে থাকে পাঞ্জাবি। ফলে ব্র্যান্ডগুলোও সময়োপযোগী ফ্যাশন ও হরেক ডিজাইনের পাঞ্জাবির আয়োজন নিয়ে অপেক্ষায় থাকে ক্রেতাদের। মিরপুর–১–এ দেশীয় ব্র্যান্ড লা রিভের শো–রুমে।
সাপ্তাহিক ছুটির দিনে ঈদের কেনাকাটা করতে রাজধানীর নিউমার্কেটে ছিল মানুষের ভিড়। ৭ এপ্রিল, শুক্রবার।
আগামী ১২ ও ১৩ এপ্রিল ‘বিজু উৎসব’। পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিটি ঘরে ঘরে উৎসবের আমেজ। রাঙামাটি শহরের কাটা পাহাড় মোহাম্মদীয়া মার্কেটে পছন্দের থান কাপড় কেনায় ব্যস্ত মা ও মেয়ে। ৮ এপ্রিল, শনিবার।
ঈদের সময় যত ঘনিয়ে আসছে, ততই ক্রেতাদের ভিড় বাড়ছে শপিংমলগুলোতে। সম্প্রতি রাজধানীর নিউমার্কেট এলাকার দৃশ্য
আসন্ন ঈদ উপলক্ষে সপুরা সিল্ক মিলস লিমিটেডের মসলিন সিল্ক দৃষ্টি কাড়ছে ক্রেতাদের।মসলিনের শাড়ি দেখছেন ক্রেতারা। প্রকারভেদে ৮ হাজার ৫০০ টাকা থেকে ৪৩ হাজার টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে শাড়িগুলো। সম্প্রতি রাজশাহীর বিসিক শিল্প এলাকা থেকে তোলা
ঈদের কেনাকাটা করতে শপিংমলগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। চাহিদা মেটাতে নতুন পোশাক তৈরির কাজও চলছে সমানতালে। রাজধানীর নিউমার্কেটের একটি দোকানে শাড়িতে নকশার কাজে ব্যস্ত এক কারিগর।
ঈদের কেনাকাটা করতে আদাবর থেকে ধানমন্ডি এলাকার এসেছেন মা–মেয়ে। একটি বিপণিবিতানে শাড়ি পছন্দ করছেন তাঁরা।
তরুণেরা নিজের পছন্দেই ঈদের কেনাকাটায় স্বাচ্ছন্দ্যবোধ করেন। সম্প্রতি রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বিপণিবিতানের দৃশ্য।
পরিবারের ছোটদের জন্য ঈদের কেনাকাটার তালিকায় জুতা না থাকলেই নয়। সম্প্রতি রাজধানীর বসুন্ধরা সিটিতে নিজের পছন্দের জুতা বাছাইয়ে ব্যস্ত দুই শিশু।
রাজধানীসহ অন্য বিভাগীয় শহরের মতো দেশের বিভিন্ন জেলায়ও জমে উঠেছে ঈদের কেনাকাটা। সম্প্রতি সাতক্ষীরা শহরের একটি শপিংমলের দৃশ্য।
তরুণদের ঈদের কেনাকাটায় পাঞ্জাবি থাকে পছন্দের তালিকায় শীর্ষে। সম্প্রতি চট্টগ্রাম নগরের জিইসির স্যানমার ওশান সিটি শপিংমলে শৈল্পিক ডিজাইনের পাঞ্জাবি দেখছেন দুজন ক্রেতা
ঈদের সময় যত ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে ব্র্যান্ডের পোশাকের কেনাকাটা। পোশাক কিনতে আসছেন বিভিন্ন বয়সী ক্রেতারা। সম্প্রতি পাবনার আবদুস সাত্তার বিশ্বাস মার্কেটের দৃশ্য।
সিলেটে জমে উঠেছে ঈদের বাজার। বিপণিবিতান থেকে নগরের ফুটপাতে সমানতালে চলছে বেচাকেনা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়ও। পছন্দের জামা খুঁজছে অভিভাবকের সঙ্গে আসা এক শিশু। সম্প্রতি সিলেট নগরের জিন্দাবাজারের একটি দোকানের দৃশ্য।
ঈদুল ফিতরের আর মাত্র কয়েক দিন বাকি। জমে উঠছে রাজধানীর বিপণিবিতানগুলো। দেশি ব্র্যান্ডের দোকানগুলোয় ভিড় করছেন ক্রেতারা। ধানমন্ডি এলাকায় দেশীয় ব্র্যান্ডের দোকানে পাঞ্জাবি দেখছেন এক ক্রেতা।
গরমের কারণে দিনের বেলা ঈদের কেনাকাটায় লোকজন কম আসছে। রানার প্লাজা , বগুড়া শহর, ১৮ এপ্রিল। গতকাল মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের রানার প্লাজায়
গরমের কারণে দিনের বেলা ঈদের কেনাকাটায় লোকজন কম আসছে । গত মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের রানার প্লাজায় ।
দূয়ারে কড়া নাড়ছে ঈদ। জামা কাপড়ের সঙ্গে মিলিয়ে তাই ইমিটেশনের গয়না ও প্রসাধনী কিনতে নারী–শিশুরা বাজারে ভিড় করছেন। ছবিটি রংপুর নগরের নবাবগঞ্জ বাজার থেকে তোলা।
ঈদের কেনাকাটার অংশ হিসাবে পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাক পছন্দ করছেন একজন ক্রেতা। সম্প্রতি ঢাকা নিউ সুপার মার্কেটের একটি দোকানের দৃশ্য।
দুঃস্বপ্নের ঘোর কাটিয়ে নতুন আশায় ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ক্ষতিগ্ৰস্ত ব্যবসায়ীরা। ক্ষুদ্র পরিসরে অস্থায়ী দোকান বসিয়ে ক্রেতাদের অপেক্ষায় তাঁরা। সম্প্রতি রাজধানীর বঙ্গবাজারের দৃশ্য।