যেমন প্রয়োজন তেমন ব্যাগ

চামড়ার ব্যাগের ক্ষেত্রে ভিনটেজ বাদামি রংই বেশি জনপ্রিয়। ব্যাগ: গুটিপা, মডেল: রাব্বি।
ছবি: সুমন ইউসুফ

নিত্যপ্রয়োজনীয় জিনিস বহনের পাশাপাশি আপনার ফ্যাশন স্টেটমেন্টও তৈরি করে দেয় একটি ব্যাগ। ব্যাকপ্যাক, মেসেঞ্জার, কলেজ ব্যাগ, ক্রসবডি ও সাইড ব্যাগ, ট্রাভেল, ল্যাপটপ, টটে, জিম—কত ধরনের ব্যাগই না বাজারে পাওয়া যায়।

সঙ্গে যদি থাকে অল্প জিনিস, তাহলে এ ধরনের সাইড ব্যাগই ভালো। ব্যাগ : ইনফিনিটি

নিজের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী বেছে নিতে হবে সঠিক ব্যাগ। অফিসের প্রয়োজনেই যাঁদের ব্যাগ বহন করতে হয়, তাঁদের পোশাকের সঙ্গে মিলিয়ে এ অনুষঙ্গ নির্বাচন করা উচিত। যেমন ফরমাল পোশাকের সঙ্গে চামড়া বা যেকোনো দেশীয় উপাদানে তৈরি মেসেঞ্জার ব্যাগ মানানসই। আবার যাঁরা ক্যাজুয়াল পোশাকে অভ্যস্ত, তাঁদের জন্য ব্যাকপ্যাক, হাইস্কুল ব্যাগ, কলেজ ব্যাগ বা ক্রসবডি ব্যাগ বেশি উপযোগী। ব্যাগের আকার নিয়েও অনেকে বেশ দুশ্চিন্তায় থাকেন। যখন যে পরিমাণ জিনিস বহন করতে হবে, ব্যাগের আকার সে অনুযায়ী নির্ধারণ করা উচিত।

প্রয়োজনীয় কাগজপত্র বহনে এই ধরনের পার্স বেগ বেশ উপযোগী। ব্যাগ : ইনফিনিট

‘গুটিপা’র প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা তাসলিমা মিজি বলেন, ব্যাগের ক্ষেত্রে ছেলেদের প্রথম পছন্দ ব্যাকপ্যাক। তবে যাঁদের অফিসের জন্য ব্যাগ বহন করতে হয় বা যাঁরা সঙ্গে ল্যাপটপ রাখেন, তাঁরা
বিভিন্ন আকারের মেসেঞ্জার ব্যাগ বেশি ব্যবহার করেন। আর
ছেলেদের ব্যাগের রং সব সময়ই ক্ল্যাসিক। অর্থাৎ কালো, বাদামি, ধূসর রঙের ব্যাগই ছেলেরা বেশি ব্যবহার করেন। চামড়ার ব্যাগের ক্ষেত্রে ভিনটেজ বাদামি রংই বেশি জনপ্রিয়।