এই ঈদে জুতার স্টাইল

চাঁদরাতে জুতা কেনার একটা ধারা আছে। বছরের পর বছর ধরে। ঈদের ঠিক আগেই জুতা কেনার তোড়জোড় দেখা যায়। এবারের ঈদসংগ্রহে বিভিন্ন ধরনের নকশা আর হিল জুতার ছড়াছড়ি। দেখে নেওয়া যাক একঝলক।

কৃতজ্ঞতা: অ্যাপেক্স, ছবি: অগ্নিলা আহমেদ

একরঙা হিল এবার বেশি দেখা যাচ্ছে

গরমের সময় হলেও নাগরার একটা চাহিদা দেখা যাচ্ছে

কিশোরেরা স্নিকারস কিনছে বেশি

মেয়েদের জুতায় আছে জমকালো নকশা

এ ধরনের জুতা মানিয়ে যাবে পাঞ্জাবির সঙ্গে

ছোট মেয়েদের জুতা

ছোট ছেলেদের জুতা

ব্লক হিল, কিটেন হিল, স্টিলেটো—সবই থাকছে এই ঈদে