ছাড়ে কেনাকাটার এখনই সেরা সময়

শীত মানেই একটু বাড়তি ফ্যাশন। ফ্যাশন পণ্যের কেনাকাটার জন্য এখনই সুবর্ণ সুযোগ। বছরের শেষ ও শুরুতে নানা উপলক্ষে বিভিন্ন ফ্যাশন হাউসে চলে বিশেষ ছাড়। অনেকেই এ সময় সারা বছরের কেনাকাটা করে রাখেন। কেউ নতুন বছর উপলক্ষে দেন ‘ক্লিয়ারেন্স’ ছাড়। আবার কেউ কেউ নতুন সংগ্রহ আনার জন্য পুরোনো সংগ্রহে দেন ৭০ শতাংশ পর্যন্ত ছাড়। একনজরে দেখে নেওয়া যাক সেগুলো।

সারা লাইফস্টাইল

ছবি : সংগৃহীত

সাধ্যের মধ্যে শীত ফ্যাশনে নিজেকে সাজাতে ‘সারা লাইফস্টাইল’ নিয়ে এলো অবিশ্বাস্য মূল্যে বিশাল জ্যাকেটের সম্ভার। মাত্র ২০০ থেকে ৩০০ টাকায় ‘সারা’য় পাওয়া যাচ্ছে দৃষ্টিনন্দন জ্যাকেট।
সারার এই অফারের আওতায় থাকছে প্রায় তিন শতাধিক কালার ও ডিজাইনের জ্যাকেট ও উইন্ড-ব্রেকার। প্রায় ৩০ হাজারের বেশি জ্যাকেটের সংগ্রহ রয়েছে এই অফারে। ছোট–বড় সব বয়সী মানুষের জন্য পাওয়া যাবে ‘সারা’র এসব জ্যাকেট। পাশাপাশি মেয়েদের ট্যাঙ্ক টপস ও লেগিংস পাওয়া যাচ্ছে মাত্র ১০০ থেকে ২০০ টাকায়।

জেন্টাল পার্ক

বছরের বিভিন্ন সময়ে সীমিত কিছু পণ্যে ছাড় দেয় এই প্রতিষ্ঠান। তবে এই মুহূর্তে ছাড়ের অধীনে চলে এসেছে বেশ কিছু ফ্যাশনপণ্য। এর ভেতর বিশেষ করে রয়েছে ছেলেদের স্টাইলিশ ব্লেজার। ৫০% পর্যন্ত ছাড় চলছে এখানে।

ক্লাব হাউস

এই ফ্যাশন হাউজেও ‘নিউ অ্যারাইভাল’ ছাড়া প্রায় সব পোশাক ও ফ্যাশনপণ্যেই চলছে ছাড়। সর্ব্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এর ভেতরে আছে শিশুদের পোশাক ও মেয়েদের টপ আর কিছু ফ্রক–গাউন। ছেলেদের শার্ট, জ্যাকেট আর ব্লেজারে চলছে বেশি ছাড়।

কিউরিয়াস

কয়েক মাস ধরেই বিভিন্ন শোরুমে টানা চলছে ছাড়। ৫০% ছাড়ে আছে কিছু পার্স, মেয়েদের শাড়ি, কোটি, ওয়ান–পিস, থ্রি–পিস ইত্যাদি। শিশুদের কয়েকটি কালেকশনও নিতে পারবেন ৫০% ছাড়ে।

শালিমার
শাড়ির জন্য বিখ্যাত এই দোকানে দেড় হাজার আর দুই হাজার টাকায় পাওয়া যাচ্ছে ভারি কারুকাজের বেশ কিছু জর্জেট আর কাতান শাড়ি। এ ছাড়া আরও কিছু কাতান শাড়ি আর লেহেঙ্গার ওপরও চলছে ৪০% ছাড়।
এ ছাড়া, ফ্রিল্যান্ড, রিচম্যান, এক্সট্যাসি, ইজি, রাইজ, আমব্রেলাসহ বেশ কিছু দেশি –বিদেশি ফ্যাশন ব্র্যান্ড ছাড়ে দিচ্ছে পণ্য।