কোন কাপড় কত টাকা গজ

ঢাকার চাঁদনী চক ও গাউছিয়া গজ কাপড়ের বিশাল মার্কেট। আসুন জেনে নেওয়া যাক গজ কাপড়ের দরদাম।

দেখতে দেখতে চলে এল পবিত্র রমজান। এক মাস পরই ঈদ। আপনি যদি চিন্তা করে থাকেন এবার নিজেই হবেন নিজের ড্রেসের ডিজাইনার, তাহলে কিন্তু হাতে আর সময় নেই বললেই চলে। কেননা এখনই দরজি বাড়িতে উপচে পড়া ভিড়। মনের মতো কাজ, সেলাই ও বুনন চাইলে দরজিকেও পর্যাপ্ত সময় দিতে হবে। যাতে তিনিও ড্রেসটাকে সুন্দরভাবে তৈরি করার সময় পান যথেষ্ট।

বাটিক ও টাইডাই পছন্দ করেন অনেকেই

নিজের নকশায় পোশাক বানাতে প্রথমেই প্রয়োজন গজ কাপড়। ঢাকার চাঁদনী চক ও গাউছিয়া গজ কাপড়ের বিশাল মার্কেট। আসুন জেনে নেওয়া যাক গজ কাপড়ের দরদাম। জমকালো জামা বানাতে কাতানের তুলনা নেই। এই কাতান দুই প্রকার, সুতি ও সিনথেটিক। সুতি কাতান প্রতি গজ ৪০০ থেকে ৫০০ টাকা। আর সিনথেটিক কাতান ৩৫০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত রয়েছে। জুট কটন কাপড় কেনা যাবে ৪০০ টাকা দরে। ভারী কাজওয়ালা জর্জেট কাপড়ের দাম ৭০০ থেকে ২ হাজার টাকা গজ। চিকেন কাপড়ের গজ ৩৫০ থেকে ৮০০ টাকা পর্যন্ত রয়েছে। সুতির ওপর এমব্রয়ডারির কাজ করা জামার কাপড় ৬৫০ টাকা গজ। অরগ্যান্ডি কাপড়ের ওপর সুতা আর চুমকির নকশা করা কাপড় কেনা যাবে গজপ্রতি ৪০০ থেকে ৬০০ টাকা।

বাজারে পাওয়া যাচ্ছে নানা ধরনের গজ কাপড়

তীব্র গরমে বাটিক ও টাইডাই অনেকের ভীষণ পছন্দ। সুতির মধ্যে বাটিক ও টাইডাই কাপড় ৯০ থেকে ৪০০ টাকা গজ। আর সিল্কের টাইডাই কাপড়ের দাম শুরু হয় ২০০ টাকা থেকে। জর্জেটের বাটিকও দেড় শ থেকে ৪০০ টাকার মধ্যে। চাইনিজ ক্রেপ জর্জেট ২৮০ থেকে ৪৫০ টাকা। সাধারণ সুতি জয়পুরি কাপড় ২০০ টাকা থেকে শুরু। কাঁথাস্টিচ জয়পুরি ৩৫০ টাকা। হাতের কাজ করা পাকিস্তানি কাপড়ের প্রতি গজের দাম ৮০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত।

সিল্ক কাপড় প্রতি গজের দাম ৭০০ থেকে ১ হাজার ২০০ টাকা। গজপ্রতি জমকালো টিস্যু কাপড় পাওয়া যাবে ৬০০ থেকে ১ হাজার ২০০ টাকা। নেট ২০০ টাকা এবং বোম্বে নেট ৪০০ টাকা থেকে শুরু। অরগাঞ্জা কাপড়ের গজ শুরু ৫৫০ টাকা থেকে। জর্জেট ও ভেলভেটের দাম গজপ্রতি ৮০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। ৩০০ থেকে ৭০০ টাকায় মিলবে আরামদায়ক সুতি কাপড়। মাইশা কটন ৩৫০ টাকা। চায়না লিনেন কাপড়ের দাম প্রতি গজ ১৫০ টাকা হিসাবে ধরে নিতে পারেন। প্রিন্টের কাজের সুতি প্রতি গজ ৩০০ থেকে ৪০০ টাকা। ৫৫০ থেকে ৬৫০ টাকায় পাওয়া যাবে হাতের কাজের এক গজ সুতি কাপড়। একটু বেশি দামের মধ্যে রয়েছে গিরিজ, কাতান ও অরবিন্দু কাপড়। প্রতি গজ গিরিজ ও কাতান কাপড় পাবেন ১০০০ থেকে ১ হাজার ১০০ টাকার মধ্যে। অন্যদিকে প্রতি গজ অরবিন্দ কাপড় বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়।

গজ কাপড়ের উপকরণ আর কাজের ওপর ভিত্তি নির্ধারণ করা হয় দাম

ছেলেদের পাঞ্জাবির কাপড়ের ক্ষেত্রে চাহিদা সবচেয়ে বেশি সুতি কাপড়গুলোর। রাজা, বাদশাহ, বাঙ্গালাম, থাই জাপান, গিরিজ, কাতান, অরবিন্দুসহ বাহারি নামে পাওয়া যাচ্ছে সুতি কাপড়গুলো। দাম ৪০০ থেকে শুরু।

ঢাকার নিউমার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, প্রিয়াঙ্গন মার্কেট, মৌচাক মার্কেট, মিরপুরের মোহাম্মদিয়া এবং নান্নু মার্কেট, মোহাম্মদপুর কৃষি মার্কেটে গজ কাপড়ের বিশাল বাজার। এ ছাড়া সব ধরনের গজ কাপড়ের বিশাল সমাহার হচ্ছে ইসলামপুর। এখান থেকে পাইকারি মূল্যে কিনতে পারেন যেকোনো কাপড়।