উৎসব ও আয়োজন

এম গার্লস নিয়ে আইকনিক ফ্যাশন গ্যারেজ

ছবি: আইকনিক ফ্যাশন গ্যারেজ
ছবি: আইকনিক ফ্যাশন গ্যারেজ

ফ্যাশনপ্রেমীরা ঝুঁকছেন ট্রেন্ডি ফ্যাশনের দিকে। এ বিষয়কে প্রাধান্য দিয়ে নিজেদের প্রতিটি কালেকশন তৈরি করে আইকনিক ফ্যাশন গ্যারেজ। সেই ধারাবাহিকতায় ব্র্যান্ডটি মেয়েদের জন্য ট্রেন্ডি, ক্যাজুয়াল, ভাইব্রেন্ট, স্ট্রিট ও এলিগ্যান্ট রেডি টু ওয়্যার কালেকশন নিয়ে এসেছে। কালেকশনটিতে থাকছে রং ও প্যাটার্নে ভিন্নতা। তবে নতুন পোশাক ট্রেন্ড পরিচিতির পাশাপাশি এবার আইকনিক ফ্যাশন গ্যারেজ নিয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। নতুন এফ–কমার্স উদ্যোক্তা ও ডিজাইনারদের নিয়ে চালু করতে যাচ্ছে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম এম গার্লস। এটি একটি ইন্টারঅ্যাকটিভ সোশ্যাল মিডিয়া গ্রুপ।

এটি মূলত মোট ১০০ নারী উদ্যোক্তাকে আইকনিক প্ল্যাটফর্মে ক্রেতাদের সর্বশেষ ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে পরিচয়ের যোগসূত্র তৈরির একটি প্রয়াস। আইকনিকের উদ্যোক্তা তাসলিমা মলি জানান, ট্র্যাডিশনাল ও পাশ্চাত্য পোশাকে নিজেদের গর্জিয়াস লুকে উপস্থাপনার জন্য উজ্জ্বল রঙের পোশাকের নতুন সংগ্রহ প্রতি মাসেই থাকছে আইকনিক ফ্যাশন গ্যারেজে। মূলত পণ্যের ডিজিটাল ইন্টারঅ্যাকটিভ উপস্থাপনায় প্রতি মাসেই নতুন পণ্যের ফটোশুট করা হবে। থাকবে শোরুমে পণ্য বিক্রি ছাড়াও নতুন নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে আন্তর্জাতিক বাজারে বিপণনের সুবিধাও। এম গার্লস মূলত এফ–কমার্সে আগ্রহী নতুন নারী উদ্যোক্তা ও ডিজাইনারদের প্রতিভা বিকাশে সাহায্য করবে। ইতিমধ্যে আইকনিকের ফেসবুক পেজে ডিজাইন জমা নেওয়া শুরু হয়েছে।

উল্লেখ্য, আগামী ১ ও ২ অক্টোবর থেকে আইকনিক ফ্যাশন গ্যারেজের যমুনা ফিউচার পার্ক স্টোরে চালু হবে এ আয়োজনের প্রথম কার্যক্রম। ডিজাইনার শোকেসিং, বিক্রির পাশাপাশি থাকবে বিউটি টিপস, স্টাইল গাইডলাইনসহ ফ্যাশন–সংশ্লিষ্ট আয়োজন।

ঢাকা রিজেন্সি ট্যুরিজম ফেস্ট

ছবি: ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট

বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে ঢাকা রিজেন্সি ট্যুরিজম ফেস্ট-২০২১। হোটেলের সিগনেচার রেস্টুরেন্ট গ্রান্ডিওসে সর্বোচ্চ সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে ২৩ সেপ্টেম্বর শুরু হয়েছে উৎসব। সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রিজেন্সির হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. মাহমুদ হাসান, ফুড অ্যান্ড বেভারেজ ডিরেক্টর এ টি এম আহমেদ হোসাইন, পাবলিক রিলেশন এক্সিকিউটিভ ইরা মাসুকসহ অনেকে।

১০ দিনের এই আয়োজন চলবে আগামী ২ অক্টোবর পর্যন্ত। এর অন্যতম আকর্ষণ হলো হোটেলের সমাদৃত বিভিন্ন দেশের খাবারের সঙ্গে বাংলাদেশের আঞ্চলিক খাবার। এ জন্য রয়েছে বিশেষ একজনের জন্য নির্ধারিত মূল্য (৪ হাজার ৪৪৪ টাকা) দিয়ে তিনজনের বুফে ডিনার উপভোগের সুযোগ এবং একজনের জন্য নির্ধারিত মূল্য (৩ হাজার ৪৯৯ টাকা) দিয়ে দুজনের বুফে ডিনার উপভোগের সুযোগ। এই অফারগুলো চলবে ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর এবং ৩০ থেকে ২ অক্টোবর পর্যন্ত। এ ছাড়া রয়েছে পরিবারসহ ব্রেকফাস্ট, লাঞ্চ ও বুফে ডিনার উপভোগ করতে ফ্যামিলি স্টে অফার মাত্র ১১ হাজার ১১১ টাকায় ও হ্যাপি স্টে অফার ৬ হাজার ৬৬৬ টাকায়।

ট্যুরিজম ফেস্ট উপলক্ষে রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে অতিথিদের জন্য থাকছে ১৫ শতাংশ ডিসকাউন্ট অফার এবং রুফটপের সুইমিংপুলে সিঙ্গেল ও কাপলদের জন্য রয়েছে ফ্রেশ জুস, সঙ্গে বিশেষ মূল্যে সেট লাঞ্চ উপভোগ করার সুযোগ।