প্রেমের প্রস্তাব দিয়েছিলেন রিচা, বিয়ের প্রস্তাব আলী
জীবনযাপন ডেস্ক
বলিউডে আরও একটি বিয়ের বাদ্য বাজতে চলেছে। ৩৫ বছর বয়সী রিচা চাড্ডা ও আলী ফজল ১০ বছর প্রেম করার পর অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিয়ের আনুষ্ঠানিকতা। শেষ হবে ৭ অক্টোবর। ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক এই জুটি সম্পর্কে।
রিচা ও আলীর প্রথম দেখা ২০১২ সালে, ‘ফুকরে’ সিনেমার সেটে
প্রথম দেখা থেকেই প্রেম শুরু করেন এই জুটি। সাত বছর পর ২০১৯ সালে রিচাকে বিয়ের প্রস্তাব দেন আলীএই বিয়ে হওয়ার কথা ছিল ২০২০ সালে। মহামারিকালে মনের মতো বিয়ে সারতে পারবেন না, তাই দুই বছর দীর্ঘ হয়েছে বিয়ের সানাই বাজার অপেক্ষা। এর মধ্যেও একাধিকবার বিয়ের পরিকল্পনা করেছেন এই জুটিবিয়ের প্রস্তাব আলী দিলেও প্রেমের প্রস্তাব রিচাই দিয়েছিলেন। আর বলিউডে ব্যতিক্রম ঘটিয়ে শুরু থেকেই নিজেদের প্রেমের ব্যাপারে কোনো রাখঢাক রাখেননি। আলী বা রিচার ইনস্টাগ্রামে ঢুঁ দিলেই সেটি টের পাওয়া যায়
বিজ্ঞাপন
বিয়ে দিল্লিতে শুরু হয়ে শেষ হবে মুম্বাইয়ে। বিবাহপূর্ব আনুষ্ঠানিকতা শুরু হবে দিল্লিতে, ৩০ সেপ্টেম্বর থেকে। শেষ হবে মুম্বাইয়ে, ৭ অক্টোবর। ১ অক্টোবর মেহেদি আর সংগীত অনুষ্ঠিত হবে। ২ অক্টোবর ব্যাচেলর পার্টি। এরপর মুম্বাইয়ে উড়াল দেবেন এই জুটি। ৬ অক্টোবর রাজকীয় দুর্গে বিয়ে সারবেন তাঁরা৬ অক্টোবর মুম্বাইয়ে পরিবার ও ঘনিষ্ঠজনের উপস্থিতিতে বিয়ে সারবেন এই জুটি। সেটি যথেষ্ট নিরাপত্তা আর গোপনীয়তার সঙ্গেই সারবেন। ৭ অক্টোবর মুম্বাইয়ে সংবর্ধনার আয়োজন থাকবে। সেটি মুখর থাকবে বলিউড তারকাদের জমকালো উপস্থিতিতে। সেদিন ৩৫০ থেকে ৪০০ জন আমন্ত্রিত থাকবেননিজেদের সম্পর্ক নিয়ে আলী ফেমিনা ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমরা আমাদের মজার ব্যাপারগুলো যেমন ভাগাভাগি করে নিয়েছি, তেমনি অস্বস্তিও। আমি কোনো কথা না বলে ওর পাশে দিব্যি থাকতে পারি। আমার মাঝেমধ্যে শব্দ বিনিময়েরও দরকার হয় না। ও বুঝে যায়। নীরবতার ভেতর যে স্বাচ্ছন্দ্য— সেটা আমি রিচার আশপাশে থেকে টের পাই।’
বিজ্ঞাপন
এদিকে রিচা তাঁর হবু জীবনসঙ্গী সম্পর্কে বলেন, ‘আমরা দুজন ভিন্ন ধর্মের। ভিন্ন সংস্কৃতির। আমাদের দুজনের জীবনে জমা হয়েছে ভিন্ন অভিজ্ঞতা। এই বৈচিত্র্যের প্রতি আলীর যে কৌতূহল আর শ্রদ্ধাবোধ, সেটা আমাদের এক হতে সাহায্য করেছে।’এদিকে রিচা নিজের বিয়ে সম্পর্কে বলেন, ‘অনেক মেয়েরা বলে, এটা নাকি তাঁদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এটা আসলে বেশির ভাগ ক্ষেত্রেই সত্য নয়। আমি যেদিন মুম্বাইয়ে এসে বলিউডে ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নিই, সেটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় দিন, গুরুত্বপূর্ণ দিন। বিয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিয়ে না করাও গুরুত্বপূর্ণ সিদ্ধাস্ত। তবে অযথা বিয়ের ওপর গুরুত্বারোপ করার কিছু নেই।’দুজনই বলিউডের গুণী অভিনয়শিল্পী। একের পর এক হলিউডের ছবিতে দেখা যাচ্ছে আলীকে। সামনে তিনি দেখা দেবেন ‘খুফিয়া’ সিনেমায়, টাবু ও বাংলাদেশি অভিনেত্রী আজমেরি হক বাঁধনের সঙ্গে। তবে বিয়ের পর সব কাজ থেকে সাময়িক বিরতি নেবেন এই জুটি। মন দেবেন সংসারজীবনে