‘দ্য মির্জা মালিক শো’য়ের প্রচারণামূলক একটি ভিডিও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। এই ভিডিও মাত্র এক সপ্তাহে দেখা হয়েছে প্রায় পাঁচ লাখবার! এটি মূলত একধরনের কাপল গেম। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের গেম বেশ জনপ্রিয়। স্বামী-স্ত্রী দুজনকেই একই প্রশ্ন করা হয়। জীবনযাপনের সঙ্গে সম্পর্কিত সেসব প্রশ্নের উত্তরে তাঁরা নিজের বা সঙ্গীর দিকে নির্দেশ করেন। জেনে নেওয়া যাক, ক্রিকেটার শোয়েব মালিক ও টেনিস তারকা সানিয়া মির্জা কয়টি প্রশ্নের উত্তরে একমত হতে পেরেছেন।
১. কে বেশি ঝুঁকি নিতে প্রস্তুত?
এমন প্রশ্নের উত্তরে দুজনেই একমত—সানিয়া মির্জা। সানিয়া নিজেকে নির্দেশ করেছেন। আর শোয়েব মালিকও সানিয়াকে নির্দেশ করেছেন। যদিও শোয়েব মালিক মজা করে বলেছেন, ‘আমি তোমাকে বিয়ে করে তোমার চেয়ে বড় ঝুঁকি নিয়েছি।’ সানিয়া শুনে হাসতে হাসতে বলেছেন, ‘নিশ্চিতভাবেই আমি নিয়েছি।’
২. খাওয়াদাওয়ার পর হালকা মিষ্টান্নজাতীয় খাবারের প্রতি কার প্রেম বেশি?
এই প্রশ্নের উত্তরেও দুজনে একমত—শোয়েব মালিক। শোয়েব মালিক নাকি মিষ্টির পাগল; যদিও তাঁকে দেখে তা মনে হয় না!
৩. কে বেশি কেনাকাটা করে?
উত্তরে সানিয়া বলেছেন দুজনই। আর শোয়েব বলেছেন, ‘না, না, তুমি।’ তখন সানিয়া বলেছেন, ‘ঠিক আছে। মেনে নিলাম। তবে শোয়েবও প্রচুর কেনাকাটা করে। আপনি বিশ্বাস করবেন না ও কী পরিমাণ কেনাকাটা করে।’ তখন শোয়েব বলেন, ‘সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা সানিয়া মোবাইলে কেনাকাটা করতেই থাকে।’
৪. কে সন্তানের বেশি প্রিয়?
উত্তরে শোয়েব বলেছেন, ছেলে ইজান নাকি তাঁকেই বেশি পছন্দ করে। আর সানিয়া বলেছেন, ‘অসম্ভব। হতেই পারে না। আমিই ওর বেশি প্রিয়। পারলে ওকে জিজ্ঞেস করো।’ আশপাশে ইজান না থাকায় এই প্রশ্নের কোনো সমাধান মেলেনি।
৫. কে সকালে ওঠে?
দুজনেই একমত হয়েছেন যে সানিয়া মির্জা। কেননা, শোয়েব মালিক মোটেও ‘ভোরের পাখি’ নন। খুব জরুরি কিছু না থাকলে পারতপক্ষে ১০টার আগে ওঠেন না। অন্যদিকে, সানিয়া নিয়মিত ভোর পাঁচটায় ওঠেন।
৬. কার রসবোধ ভালো?
দুজনেরই দাবি যে তিনিই বেশি মজা করে কথা বলেন। তখন সানিয়া খোঁচা মেরে বলেন, ‘ওর হিউমার ও ছাড়া আশপাশের কেউ বোঝে না।’
৭. বাইরে যাওয়ার আগে তৈরি হতে কে বেশি সময় নেয়?
উত্তরে দুজন দুজনের দিকে আঙুল তাক করেছেন। একপর্যায়ে সানিয়া সেটের একজনকে জিজ্ঞেস করেন, ‘আপনিই বলুন, আজ কে আগে তৈরি হয়েছে।’ তখন তিনি সানিয়ার দিকে নির্দেশ করেন। আর শোয়েব তাঁকে জিজ্ঞেস করেন, ‘কী ঘুষ দিয়েছে ও?’
৮. কে ভালো গাড়ি চালায়?
দুজনেই একমত—শোয়েব মালিক।
৯. কে বেশি গোছানো?
এই প্রশ্নের উত্তরেও দুজনে একমত—শোয়েব মালিক।
১০. কে বেশি খরুচে?
এই প্রশ্নের উত্তরেও দুজন দুজনের দিকে নির্দেশ করেছেন। শেষমেশ সানিয়া বলেন, ‘ও বেড়াতে গিয়ে প্রচুর খরচ করে। অনেক টাকার খায়। আর দামি দামি জুতা, জামাকাপড় ব্যবহার করে।’ অন্যদিকে শোয়েব বলেন, ‘আমি এক পদ দিয়ে খেয়ে উঠি। আর তোমার অন্তত তিন পদ লাগে।’ তাই এই প্রশ্নের উত্তরেও কোনো সমাধায় পৌঁছানো সম্ভব হয়নি।