দক্ষিণ ভারতীয় মসলাদার সিনেমার সুপারস্টারের সঙ্গে বলিউডের ভিন্ন ধারার সিনেমার ভিলেনের প্রেমের কথা কি কেউ কখনো ভেবেছিলেন? তামান্না ভাটিয়ার রূপে–গুণে মুগ্ধ কোটি ভক্ত। বলিউডেও এক নামে সবাই চেনেন তাঁকে। তাঁর প্রেমে পড়ার মতো মানুষের অভাব নেই। সেই তামান্না ভাটিয়া যাঁর প্রেমে পড়লেন, তাঁকে বড় পর্দায় দেখা যায় অত্যাচারী স্বামী বা সিরিয়াল কিলার হিসেবে। নায়ক নন, ভিলেন হিসেবেই নাম কুড়িয়েছেন তিনি। তিনি ৩৭ বছর বয়সী বিজয় ভার্মা। ‘লাস্ট স্টোরিজ টু’ সিনেমা করতে গিয়ে তাঁদের প্রেমের সূত্রপাত।