আজ থেকে অন্যকে বদলানোর চেষ্টা করবেন না, আরও যা যা করবেন না

দেখতে দেখতে চলে গেল আরও একটা বছর। কবির ভাষায়, কোনো বছরের স্থায়িত্বই তো এক বছরের বেশি নয়। তাই নতুন বছর নিয়ে প্রতিবার খুব বেশি মাতামাতি করারও কিছু নেই। তবু নতুনকে বরণ করে নিতে আমাদের চেষ্টার শেষ নেই। বিশ্ববিখ্যাত ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের জনপ্রিয় লেখকেরা ২০২৪ সালে কোন কাজগুলো করবেন না, তার একটা লম্বা ফিরিস্তি দিয়েছেন অনলাইন সংস্করণে। সেখান থেকেই উল্লেখযোগ্য দিকগুলোয় চোখ বুলিয়ে নেওয়া যাক।

ক্ষমা করুন, ভুলেও যান। সামনে তাকান
ছবি: প্রথম আলো

১. জীবনকে খুব বেশি ‘সিরিয়াসলি’ নেওয়ার কিছু নেই।


২. যা কিছু খারাপ ঘটেছে, সেগুলোকে চলে যেতে দিন। ধুয়েমুছে দিন। কেবল ভালো স্মৃতি আর শিক্ষাগুলো নিজের সঙ্গে রাখুন।


৩. ক্ষমা করুন, ভুলেও যান। সামনে তাকান।


৪. আপনি যেটাতে একমত হতে পারছেন না, সেটাতে স্বাক্ষর করবেন না।


৫. অন্যরা কী ভাবছেন, সেই ভাবনা বাদ দিন। নতুন কিছুর জন্য চেষ্টা করুন। ব্যর্থ হোন। আবার চেষ্টা করুন।

৬. যাঁরা কথায় কথায় বিচার করেন, মন খারাপ করেন, রেগে যান, তাঁদের হিসাবের বাইরে রাখুন। যাঁরা আপনাকে আপনার মতো করেই মেনে নেন, আপনাকে আপনার মতো করে বেড়ে উঠতে দেন, তাঁদেরই বিশেষভাবে আপন করে নিন।


৭. কোনো কিছুকে বয়স দিয়ে বিচার করবেন না। বয়স কোনো কিছুর জন্য কোনো ‘সীমা’ নয়।


৮. মানুষকে আপনি বদলাতে পারবেন, এটা ভুলে যান। মানুষকে তাঁর মতো করে মেনে নিন। তাঁর সঙ্গে আপনার বোঝাপড়া বা তাঁর কোন কথা আপনি কীভাবে নেবেন, সেখানে পরিবর্তন আনুন। নেতিবাচক ও বিষাক্ত মানুষদের থেকে প্রয়োজনে নিজেকে যথাসম্ভব দূরে রাখুন। সরিয়ে নিন। সময় ও শক্তি বাঁচান।

৯. সিনেমা ভালো না লাগলে হল থেকে বের হয়ে আসুন। থিয়েটারের আশপাশে হাঁটাহাঁটি করুন। সময়টা ভালো কাটবে। টিকিট কেটেছেন বলে পুরোটা দেখতেই হবে, এমন কোনো কথা নেই। টিকিটের টাকা তো আগেই গেছে। বরং সময়টা ভালোভাবে খরচ করুন। কেননা, সময় বেশি দামি।


১০. কথা বলতেই হবে, শুধু এ জন্যই কথা বলবেন না। আপনার কথাটা যদি অর্থবহ ও তাৎপর্যপূর্ণ হয়, তবেই মুখ খুলবেন।

মানুষকে তাঁর মতো করে মেনে নিন

১১. আপনার এই কথায় কি সামনের মানুষটি আহত হবেন? তাহলে নাহয় না–ই বললেন! গিলে ফেলুন।


১২. নিজের ইচ্ছেমতো খান। নিজের রুচিমতো পরুন। ইনস্টাগ্রামে সবাই যা খাচ্ছেন, যা পরছেন, তা দেখে নিজের খাওয়া–পরা ঠিক করবেন না।


১৩. আপনাকে যে কোনো কথোপকথন শুরু করতেই হবে, এমন কোনো কথা নেই। আপনি অন্তর্মুখী, পর্যবেক্ষক হয়ে কাটিয়ে দিলেও ক্ষতি নেই। সবাইকে কথা বলতেই হবে, এমন কোনো কথা নেই।


১৪. আপনি কি মানুষটাকে সত্যি সত্যি চুমু খেতেন? তাহলে বার্তায়, মেইলে তাঁকে চুমুর ইমো পাঠানো বন্ধ করুন!


১৫. খাবারের টেবিলে ফোন নেবেন না। বন্ধুর সঙ্গে আড্ডা দিতে গেলেও ফোনটা রেখে যান।

সবকিছুতেই আপনাকে সেরা হতে হবে, এমন কোনো কথা নেই

১৬. সবকিছুতেই আপনাকে সেরা হতে হবে, এমন কোনো কথা নেই।


১৭. হুটহাট কেনাকাটা করবেন না। ঘরে এসে ঠিকই মনে হবে, এগুলো দিয়ে কী করব? যা আছে, তা–ই দিয়েই কাজ চালান। বাজার ঘুরে খালি হাতে ফেরার অভ্যাস করুন। প্রয়োজন বুঝে কেনাকাটা করুন।


১৮. অনলাইনে জুতা অর্ডার করবেন না। কেনার পর মন খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি।


১৯. ব্যক্তিগত জীবনকে আড়ালে, নিরাপদে রাখুন। সবকিছু সবাইকে দেখানোর জন্য নয়।


২০. এই সব উপদেশ যে আপনার জন্য, এমন কোনো কথা নেই। যেগুলো আপনার জন্য, সেগুলো আপনি মানতে পারেন নতুন বছরে। নতুন বছরের আপনি যেন আগের বছরের আপনার চেয়ে ‘উন্নততর’ হন, কেবল সেটা নিশ্চিত করুন!

ব্যক্তিগত জীবনকে আড়ালে, নিরাপদে রাখুন