বলিউডে এই মুহূর্তে সর্বোচ্চ পারিশ্রমিক গোনা অভিনেতাদের মধ্যে প্রথমদিকেই থাকবে রণবীর কাপুরের নাম। একদিকে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমাটি বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে, অন্যদিকে বইছে সমালোচনার ঝড়। ‘অ্যানিমেল’–এর মতো পুরুষময় দুনিয়ার সিনেমা যেভাবে শারীরিকভাবে শক্তিশালী, অত্যন্ত রাগী, সহিংস, একরোখা, নিয়ন্ত্রণহীন চরিত্রগুলোকে নায়ক হিসেবে তুলে ধরে হাততালি কুড়াচ্ছে, সমাজে তা পৌরুষত্ব সম্পর্কে ভুল বার্তা দিচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। জ্বলন্ত সিগারেটও হয়ে উঠেছে ‘পৌরুষের’ একটা প্রতীক!
একটা ভাইরাল ফেসবুক স্ট্যাটাসে রণবীরের সিনেমার সঙ্গে বাঙালি সংগীত তারকা অনুপম রায়ের প্রসঙ্গও উঠে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুপমের নানা পোস্ট, ছবি, ক্যাপশন, ভিডিও ও সাক্ষাৎকারে প্রকাশ পেয়ে যাচ্ছে যে তিনি ভালো নেই। তখন তাঁকে একপক্ষ অভিযুক্ত করছে এই বলে যে ‘অনুপম তো ম্যানলি না’। অনেকেই বলছেন, এর পেছনে বলিউডের সিনেমার এই ধরনের ‘লার্জার দ্যান লাইফ’, ‘রাফ অ্যান্ড টাফ’ পুরুষ চরিত্রগুলোরও দায় রয়েছে। সে যা–ই হোক, একনজরে জেনে নেওয়া যাক রণবীর কাপুরের লাইফস্টাইল।