হলিউডে আর বলিউডে আছে রণবীরের স্বপ্নের নায়িকা, কী ঘটেছিল তাঁদের সঙ্গে

বলিউডে এই মুহূর্তে সর্বোচ্চ পারিশ্রমিক গোনা অভিনেতাদের মধ্যে প্রথমদিকেই থাকবে রণবীর কাপুরের নাম। একদিকে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমাটি বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে, অন্যদিকে বইছে সমালোচনার ঝড়। ‘অ্যানিমেল’–এর মতো পুরুষময় দুনিয়ার সিনেমা যেভাবে শারীরিকভাবে শক্তিশালী, অত্যন্ত রাগী, সহিংস, একরোখা, নিয়ন্ত্রণহীন চরিত্রগুলোকে নায়ক হিসেবে তুলে ধরে হাততালি কুড়াচ্ছে, সমাজে তা পৌরুষত্ব সম্পর্কে ভুল বার্তা দিচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। জ্বলন্ত সিগারেটও হয়ে উঠেছে ‘পৌরুষের’ একটা প্রতীক!
একটা ভাইরাল ফেসবুক স্ট্যাটাসে রণবীরের সিনেমার সঙ্গে বাঙালি সংগীত তারকা অনুপম রায়ের প্রসঙ্গও উঠে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুপমের নানা পোস্ট, ছবি, ক্যাপশন, ভিডিও ও সাক্ষাৎকারে প্রকাশ পেয়ে যাচ্ছে যে তিনি ভালো নেই। তখন তাঁকে একপক্ষ অভিযুক্ত করছে এই বলে যে ‘অনুপম তো ম্যানলি না’। অনেকেই বলছেন, এর পেছনে বলিউডের সিনেমার এই ধরনের ‘লার্জার দ্যান লাইফ’, ‘রাফ অ্যান্ড টাফ’ পুরুষ চরিত্রগুলোরও দায় রয়েছে। সে যা–ই হোক, একনজরে জেনে নেওয়া যাক রণবীর কাপুরের লাইফস্টাইল।

রণবীর কাপুর বলিউডের সবচেয়ে ধনী তারকাদের একজন। ২০২৩ সালের জুন মাসে তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল ৩৮৭ কোটি রুপি বা প্রায় ৫০০ কোটি টাকা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
সিনেমাপ্রতি রণবীর কাপুর ২৫ থেকে ৫০ কোটি রুপি পারিশ্রমিক নেন
রণবীরের ব্র্যান্ড ভ্যালুও বেশ উঁচু। প্রতিটি বিজ্ঞাপন শুট ও প্রমোশনাল ভিডিওর জন্য রণবীর কাপুর নেন ৬ কোটি রুপি
মুম্বাইয়ের বান্দ্রায় রণবীর কাপুরদের পৈতৃক বাড়ি, নাম কৃষ্ণা–রাজ। অন্যদিকে রণবীর–আলিয়া এখন থাকেন পান হিলে। এই বাড়ি ৩৫ কোটি রুপি দিয়ে কিনেছিলেন এই জুটি
রণবীর কাপুর গাড়ি সংগ্রহ করতে ভালোবাসেন। তাঁর সংগ্রহে আছে ল্যান্ড রোভার রেঞ্জ রোভার, মার্সিডিজের কয়েকটা মডেল, অডি আর এইট, অডি আর এস সেভেন, লেক্সাস, বিএমডাব্লিউ এক্স সিক্স, টয়োটা, ল্যান্ড ক্রুজার ইত্যাদি
খেলতে খেলা দেখতে ভালোবাসেন রণবীর
স্পোর্টস বিজনেসও আছে তাঁর। ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) মুম্বাই সিটি এফটি ফুটবল টিমের তিনি মালিক
গাড়ি ছাড়াও রণবীর কাপুর ঘড়ি সংগ্রহ করতে ভালোবাসেন। ২০১৪ সালে রণবীর কাপুরকে রিচার্ড মাইল আরএম জিরো ওয়ান জিরো উপহার দেন অমিতাভ বচ্চন। এ ছাড়া বিয়েতে আলিয়ার মা সোনি রাজদান রণবীরকে আড়াই কোটি রুপি মূল্যের একটি ঘড়ি উপহার দেন
রণবীর কাপুর হলিউড তারকা নাটালি পোর্টম্যানের অন্ধভক্ত। রণবীর নিজেই বলেছেন তিনি নাকি ‘নাটালির জন্য পাগল’। একবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ট্রাইবেকা ফিল্ম ফেস্টিভালে রণবীর নাটালিকে দেখেছিলেন সামনাসামনি। নাটালি তখন তাঁর ফোনে ব্যস্ত ছিল। দেরি না করে রণবীর তাড়াতাড়ি নাটালির কাছে গিয়ে বলেন, ‘আই লাভ ইউ’। আর নাটালি ঘুরে তাকিয়ে বলেছিল, ‘গেট লস্ট’ (যাও ভাগো)
রণবীরের আরেক ‘ক্রাশ’ মাধুরী দীক্ষিত। ‘ইয়ে জাওয়ানি হে দিওয়ানি’ সিনেমার ‘ঘাগড়া’ গানের একটা দৃশ্যে রণবীর মাধুরীকে চুমু খান
শুটিং শেষ হওয়ার অনেকদিন পরে রণবীর জানিয়েছিলেন তিনি নাকি ইচ্ছে করে বারবার ভুল শট দিচ্ছিলেন। যাতে একাধিকবার তাঁর স্বপ্নের নায়িকাকে চুমু খেতে পারেন! যদিও শুটিংয়ে বলেছিলেন ‘নার্ভাসনেসের কারণে’ বারবার ভুল হচ্ছে!
বেশ কয়েকটা হাই প্রোফাইল সম্পর্কে ছিলেন রণবীর। সম্পর্ক ভাঙা–গড়ার একপর্যায়ে বলিউডের ‘প্লেবয়’ তকমাও জুটে যায়
তবে পাঁচ বছর সম্পর্কের পর আলিয়া ভাটকে বিয়ে করে থিতু হয়েছেন গুণী এই অভিনেতা। এই জুটির ঘরে এসেছে বলিউডের ‘কাপুর’ খানদানের সবচেয়ে ছোট সদস্য ১৩ মাসের কন্যা, রাহা কাপুর