যে কারণে রণবীর কাপুর ধূমপান ছেড়েছেন

দুই বছর আগেও জীবনের প্রতি বলিউড তারকা রণবীর কাপুরের দৃষ্টিভঙ্গি ছিল অন্য রকম। এখন তা বদলে গেছে। ‘প্লেবয়’ তকমা পেছনে ফেলে মন দিয়েছেন পারিবারিক জীবনে। আরও বেশি পেশাদার হয়ে উঠেছেন। স্ত্রী আলিয়া ভাট কাজে গেলে নিজে অ্যাকশন-কাট থেকে বিরতি নিয়ে একমাত্র কন্যা রাহার দেখভাল করছেন। এখন রণবীরের অবসর কাটে রাহার সঙ্গে খেলে। রাহাই বদলে দিয়েছে রণবীর কাপুরকে। ২৮ জুলাই সকালে বাবার সঙ্গে হাঁটতে বের হওয়া রাহার কিছু ছবি ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক বিস্তারিত।

ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন রণবীর কাপুর। তাঁকে নিয়ে বয়ে গেছে আলোচনা-সমালোচনার ঝড়। সেসবের সামনেও মুখ বন্ধ রাখাকেই শ্রেয় মনে করেছেন। তবে মেয়ের ব্যাপারে তিনি বেশ উৎসাহী। রাহা কাপুরকে নিয়ে জনসমক্ষে দেখা দিতে কোনো আপত্তি নেই তাঁর
ছবি: যোগেন শাহ
মেয়েকে নিয়ে খুশিমনে নানা প্রশ্নের উত্তরও দেন। সম্প্রতি নিখিল কামাথের পডকাস্টে রণবীর বলেন, ‘আমি এখন এমন একজন বাবা, যার একটা রাজকন্যা আছে। সে-ই আমাকে বদলে দিয়েছে। ওর জন্মের মুহূর্ত আমার জীবন বদলে দেওয়া এক মুহূর্ত।’
এই সাক্ষাৎকারেই রণবীর জানান, দুই বছর হলো তিনি ধূমপান ছেড়েছেন। সন্তানের জন্য তিনি এখন সুস্থ শরীরে বাঁচতে চান। স্বাস্থ্যকর জীবন যাপন করতে চান। রণবীর বলেন, ‘১৭ বছর বয়স থেকে ধূমপান করতাম। এমনই আসক্ত হয়ে পড়েছিলাম যে কোনো দিন ভাবিনি (ধূমপান) ছাড়তে পারব। অথচ প্রায় ২০ মাস হতে চলল, একটা সিগারেটও ধরিনি। নিজেকে শুধু বলেছি, আমার সন্তানের জন্য আমাকে সেরা চেষ্টাটা করতেই হবে। আমাকে বাঁচতে হবে, সুস্থভাবে বাঁচতে হবে।’
রণবীর কাপুর শত ব্যস্ততা সত্ত্বেও মেয়ে রাহার সঙ্গে সময় কাটাতে ভোলেন না। ২৮ জুলাই সকালে মেয়েকে নিয়ে বাড়ির সামনে হাঁটতে বের হন রণবীর। সে সময় পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দী হয় ২০ মাসের রাহা
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলছেন, ‘রাহা যেন ছোট্ট আলিয়া!’ আবার অনেকেই বলছেন, ‘সবুজ চোখের রাহা যেন আলিয়া ভাট আর দাদা ঋষি কাপুরের মিশ্রণ।’ ছবিটি রাজস্থানের জামনগরে আম্বানিদের প্রথম প্রি–ওয়েডিংয়ে তোলা
দ্রুত বড় হয়ে যাচ্ছে ছোট্ট রাহা
ভিডিওতে দেখা যায়, ২০ মাসের রাহা খিলখিল করে হাসছে। ইতিমধ্যে ক্যামেরার সঙ্গে বেশ বন্ধুত্ব পাতিয়ে ফেলেছে। হাঁটি হাঁটি পা পা করে সে এগিয়ে এল ক্যামেরার দিকে। এরপর ঠিক যেন পোজ দেওয়ার কায়দায় গালে হাত দিল
নতুন লুকে রণবীর কাপুর, ঘাড়ে নতুন ট্যাটু। সেই ট্যাটুতে ইংরেজি ছোট অক্ষরে লেখা ‘রাহা’
নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে নিতু কাপুর জানান, ভালো অভিনেতা হিসেবে রণবীরের নামডাক থাকলেও বাড়িতে নাকি তাঁর মুখের অভিব্যক্তি একই রকম থাকে। কেবল রাহার সঙ্গে খেলার সময়ই নানা অভিব্যক্তি দেখা যায় রণবীরের চোখেমুখে