দুই বছর আগেও জীবনের প্রতি বলিউড তারকা রণবীর কাপুরের দৃষ্টিভঙ্গি ছিল অন্য রকম। এখন তা বদলে গেছে। ‘প্লেবয়’ তকমা পেছনে ফেলে মন দিয়েছেন পারিবারিক জীবনে। আরও বেশি পেশাদার হয়ে উঠেছেন। স্ত্রী আলিয়া ভাট কাজে গেলে নিজে অ্যাকশন-কাট থেকে বিরতি নিয়ে একমাত্র কন্যা রাহার দেখভাল করছেন। এখন রণবীরের অবসর কাটে রাহার সঙ্গে খেলে। রাহাই বদলে দিয়েছে রণবীর কাপুরকে। ২৮ জুলাই সকালে বাবার সঙ্গে হাঁটতে বের হওয়া রাহার কিছু ছবি ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক বিস্তারিত।