বিচ্ছেদের আট বছর পরও কী নিয়ে লড়ছেন জোলি আর পিট?

একটা সময় ছিল, যখন অ্যাঞ্জেলিনা জোলি আর ব্র্যাড পিট ছিলেন হলিউড তথা সারা বিশ্বের ভক্তদের ‘ড্রিম কাপল’। আর এখন একজন আরেকজনের ছায়াও মাড়াতে চান না। বিচ্ছেদের আট বছর পরে এসেও কেন তাঁদের মধ্যে এত তিক্ততা?

অ্যাঞ্জেলিনা জোলি আর ব্র্যাড পিটের প্রথম পরিচয় ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার সেটে। তখন জেনিফার অ্যানিস্টনের সঙ্গে সংসার করছেন পিট। আর জোলি ছিলেন হ্যাপি সিঙ্গেল মাদার
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২০০৫ সালে জেনিফার অ্যানিস্টনের সঙ্গে পিটের ছাড়াছাড়ি হয়ে যায়। শুরু হয় জোলির সঙ্গে মন দেওয়া–নেওয়া
প্রায় ১০ বছর এক ছাদের নিচে চুটিয়ে প্রেম করে অবশেষে ২০১৪ সালে এসে সন্তানদের অনুরোধে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন দুজন। বিয়ের পর থেকেই গন্ডগোলের শুরু
বিয়ের পর তাঁদের সংসার টিকেছিল মাত্র দুই বছর। ২০১৬ সালেই ছাড়াছাড়ির ঘোষণা দেন অ্যাঞ্জেলিনা জোলি
মোট ছয় সন্তানের মা–বাবা ছিলেন জোলি–পিট জুটি
পিটের সঙ্গে পরিচয় হওয়ার আগেই এক সন্তান দত্তক নিয়েছিলেন জোলি। পিটের সঙ্গে মিলে দত্তক নেন আরও দুজনকে
এ ছাড়া পিট-জোলি জুটির ‘বায়োলজিক্যাল’ সন্তান তিনজন
ছাড়াছাড়ির পর এই ছয় সন্তানই তাঁদের মায়ের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়
২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর জোলি ও পিটের মধ্যে নিজেদের ব্যক্তিগত উড়োজাহাজে হাতাহাতির ঘটনা ঘটে। সে সময় সেখানে তাঁদের ছয় সন্তানও উপস্থিত ছিল। ঘটনার তিন দিন পর বিচ্ছেদের জন্য আবেদন করেন জোলি
জোলি দাবি করেন, পিট তাঁকে মারতে উদ্যত হয়েছিলেন। এমনকি ধাক্কা দিয়ে প্লেনের দেয়ালেও ছুড়ে মেরেছিলেন। সন্তানদের সঙ্গেও নিয়মিত খারাপ ব্যবহার করতেন পিট, এমনটাও তাঁর দাবি। পিট অস্বীকার না করলেও দাবি করেছেন, জোলিকে ধাক্কা দেওয়ার আগে সে তাঁর গলা চেপে ধরেছিল
প্রায় তিন বছর মামলা চলার পর ২০১৯ সালে তাঁদের বিচ্ছেদের রায় দেন আদালত। সন্তানদের দায়িত্ব পান অ্যাঞ্জেলিনা জোলি। আর প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ পান পিট। বিচ্ছেদের আট বছর পরও চলমান রয়েছে একটি মামলা
পিট আর জোলির বর্তমান মামলা চলছে তাঁদের ওয়াইনারি (আঙুরবাগান ও ওয়াইন তৈরির কারখানা) নিয়ে। ২০০৮ সালে ফ্রান্সে ১৬ কোটি ৪০ লাখ ডলারে এই ওয়ানাইরি কেনেন দুজন। ২০১৪ সালে নিজেদের বাগ্‌দানের অনুষ্ঠানও এখানেই করেন। এই ওয়াইনারির দাম এখন ৫০ কোটি ডলার। এটা নিয়েই চলছে মামলা
বিচ্ছেদের পর ২০২১ সালে জোলি আদালতের অনুমতি সাপেক্ষে তাঁর নিজের অংশটুকু বিক্রি করে দেন। কিন্তু ২০২২ সালের জানুয়ারিতে পিট মামলা করেন। অভিযোগ ছিল, পিটকে না জানিয়েই জোলি তাঁর অংশ বিক্রি করে পিটের ওয়াইন ব্যবসার ক্ষতি করছেন
পালটা মামলা ঠুকে দেন জোলিও। পিট তাঁর ব্র্যান্ড ইমেজ ও ব্যবসা নষ্ট করছেন দাবি করে ২৫ কোটি ডলার দাবি করেন তিনি
দুজনের সম্পর্ক এখন এতটাই চরম পর্যায়ে পৌঁছেছে যে হলিউডের একসময়ের ‘ড্রিম কাপল’ এখন একে অপরের নাম শুনতেও রাজি নন!

তথ্যসূত্র: পিপল