বিয়ের পর প্রথম ভালোবাসা দিবস। ভাবছেন, প্রিয়জনকে কী দেওয়া যায়? শুধু নতুন দম্পতিরাই যে এই মধুর সমস্যায় ভোগেন, তা কিন্তু নয়। দীর্ঘদিন একসঙ্গে আছেন—এমন যুগলও থাকেন সংশয়ে। কী দেওয়া যায়? আসলে আকার বা দাম কোনোটাই মুখ্য নয়, উপহারে ভালোবাসার ছোঁয়া থাকাটাই হচ্ছে সবচেয়ে জরুরি।
গভীর রাতে বারান্দায় বসে এক কাপ কফি বা চা খেতে ভালোবাসেন আপনার প্রিয়জন। তার জন্য কিনে ফেলতে পারেন কফি মেকার। যন্ত্রটিকে আপনার ভালোবাসার মোড়কে সাজিয়ে বিশেষ দিনে তাঁর হাতে তুলে দিন। কফিপ্রেমীদের কাছে এর থেকে সুন্দর উপহার আর কীই–বা হতে পারে। হঠাৎ করে নতুন কোনো রেসিপি দেখে রান্না করার ঝোঁক থাকলে কিনে দিতে পারেন ওভেন।
ঘুরতে কি খুব পছন্দ করেন আপনার সঙ্গী? খুব বেশি চিন্তা না করে কিনে ফেলতে পারেন ক্যামেরা। পাহাড়, সাগর বা ঐতিহাসিক কোনো স্থানে গেলে দুর্লভ মুহূর্তগুলো ক্যামেরায় বন্দী করে নিতে পারবেন তিনি। তাঁর জন্য তাঁবুও হতে পারে দারুণ উপহার। সমুদ্রের পাড়ে বা পাহাড়ের ওপর খোলা আকাশের নিচে তাঁবুতে কাটতে পারে আপনাদের রাত। ভ্রমণে ব্যাগপ্যাক খুব প্রয়োজনীয় একটা অনুষঙ্গ। মুঠোফোন, ল্যাপটপ চার্জ দেওয়া যাবে, এমন সুবিধাযুক্ত ব্যাকপ্যাকও দারুণ উপহার হবে।
বিয়ের পর নতুন সংসার আবার প্রথম ভালোবাসা দিবস। দুজনের সংসারের জন্য কিনে ফেলতে পারেন মজার কিছু। ভালোবাসা দিবস উপলক্ষে এমন কিছু বিশেষ উপহার এনেছে অনলাইন উদ্যোগ ত্রিনিত্রি। কাঠের তৈরি রিং হোল্ডার। তাতে লেখা ‘এই তোমার আমার সংসার’। মজার উপহারটি দেয়ালসজ্জার কাজও করবে। এ ছাড়া বিশেষ দিনের জন্য ল্যাম্পশেড, মোম কিনতে পারেন। হালকা আলোছায়া পুরো ঘরের আবহ বদলে দেবে।
সিনেমা বা সিরিজ দেখার ভক্ত হলে সঙ্গীর জন্য দারুণ উপহার হতে পারে ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন। ভালোবাসা দিবসের খুব পুরোনো আর চিরায়ত উপহার হলো একগুচ্ছ লাল গোলাপ আর শুভেচ্ছা কার্ড। সময়ের পরিবর্তনে আধুনিক নানা রকম উপহার এলেও এই উপহারের আবেদন চিরকালের। কার্ডটি হতে পারে বিশেষ। নিজের হাতের তৈরি করা যায়, আবার গিফট স্টোর থেকে হাতে তৈরি কার্ড কিনেও নিতে পারেন। আসাদ গেটের সোর্সে এমন উপহার পেয়ে যাবেন। চলছে বইমেলা। প্রিয়জনের প্রিয় লেখকের বই উপহার দিলে ভালোবাসা দিবসটি হয়ে উঠতে পারে আরও বিশেষ।