কীভাবে বুঝবেন আপনি প্রেমে পড়েছেন?

প্রেমে পড়া মানুষের জীবনের শ্রেষ্ঠ অনুভূতিগুলোর একটি। এ নিয়ে কবি-সাহিত্যিকেরা দিস্তার পর দিস্তা লিখেছেন। অবশ্য তাঁদের একেকজনের প্রেমের বহিঃপ্রকাশ একেক রকম। মানুষেরও তা–ই। একেকজনের প্রেমের অনুভূতি একেক ধরনের। তার ওপর এখন মানুষের জীবন ও সম্পর্কগুলো এত বেশি জটিল হয়ে পড়েছে যে পরিচয় বা বন্ধুত্ব কখন প্রেমে পরিণত হয়, বোঝাই মুশকিল হয়ে পড়ে। তাই জেনে নিন, কোন লক্ষণগুলো থাকলে বুঝবেন, আপনি প্রেমে পড়েছেন।

চোখ ফেরানো যায় না

প্রেমে পড়লে আপনি চোখের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন
ছবি: পেক্সেলস

এ নিয়ে আছে কত কবিতা-গান! ‘ও চোখে চোখ পড়েছে যখনি, তুমি হলে মনের রানি।’ শুনে মনে হয়, যত সব বাজে কথা। আসলে কিন্তু সত্যি! প্রেমে পড়লে আপনি চোখের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন। দুচোখ কেবলই তাকিয়ে থাকবে তাঁর দিকে।

সময় কাটানোর ফন্দি-ফিকির

আপনি যখন কারও সঙ্গ উপভোগ করতে শুরু করেন, মস্তিষ্ক চেষ্টা করে তাঁর সঙ্গে আরও বেশি সময় কাটানোর অজুহাত বের করতে

আপনি যখন কারও সঙ্গ উপভোগ করতে শুরু করেন, মস্তিষ্ক চেষ্টা করে তাঁর সঙ্গে আরও বেশি সময় কাটানোর অজুহাত বের করতে। দেখবেন, তাঁর সঙ্গে সময় কাটানোর নানা ফিকির মাথায় আসতে শুরু করেছে। হয়তো আপনি একদমই নাচতে পছন্দ করেন না, অথচ তাঁর দেখাদেখি সালসার ক্লাশে ভর্তি হয়ে গেলেন!

উল্টো ভালো লাগা!

কাজটা অন্য কেউ করলে ভীষণ বিরক্ত হতেন। হয়তো রেগেমেগে কিছু বলেই বসতেন। অথচ সে করায় আপনার চোখেই লাগল না। এমনকি বিষয়টা আপনার কাছে খানিকটা মিষ্টিই লাগল। এমনটা কেবল প্রেমেই হয়। বিশেষ করে শুরুর দিনগুলোতে।

উড়ে যায় সময়

দুজনে হয়তো স্রেফ গল্প করেই ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিয়েছেন

দুজনে হয়তো স্রেফ গল্প করেই ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিয়েছেন, কিংবা একসঙ্গে কিছু করতে গিয়ে। অথচ আপনার মনেই হয়নি, এতক্ষণ সময় পেরিয়ে গেছে। মনে হয়েছে, এই তো সবে বসেছিলেন!

আহা কী আনন্দ!

যখন আপনি প্রেমে পড়েন, সবকিছুতেই খুঁজে পাওয়া যায় আনন্দ

প্রেম নিজেই ভীষণ ইতিবাচক ও শক্তিশালী এক অনুভূতি। যখন আপনি প্রেমে পড়েন, সে আপনার সমস্ত অনুভূতির ওপর ছড়ি ঘোরাতে থাকে। সঙ্গীর কথা বা তাঁর সঙ্গে কাটানো মুহূর্তগুলো ভাবলেই প্রচণ্ড ইতিবাচকতা অনুভব করেন। বেড়ে যায় উৎসাহ, কাজের স্পৃহা। সবকিছুতেই খুঁজে পাওয়া যায় আনন্দ।

ভালো লাগে যে সবই

প্রেমে পড়লে মানুষের বাস্তব জ্ঞান লোপ পায়। হারিয়ে ফেলে যুক্তির বোধ। তখন তাঁর অযৌক্তিক কাজেও আপনি আপত্তিকর কিছু খুঁজে পান না। কিংবা অদ্ভুত কর্মকাণ্ডও ভালো লাগতে থাকে। স্যান্ডেলের সঙ্গে মোজা পরলেও মনে হয়, কী সুন্দর লাগছে!

তাঁকে ঘিরে আবর্তন

আপনি যখন কারও প্রেমে পড়বেন, সব সময় তাঁকে নিয়েই ভাবতে ইচ্ছা করবে

আপনি যখন কারও প্রেমে পড়বেন, সব সময় তাঁকে নিয়েই ভাবতে ইচ্ছা করবে। তাঁর কথা, তাঁর সঙ্গে কাটানো সময়ের কথা ভাবতেই ভালো লাগবে। আর সে সামনে থাকলে ইচ্ছা করবে ছুঁয়ে দেখতে। অন্যদের হাত ধরলেও হয়তো স্বাভাবিকই ঠেকে। অথচ তাঁর আঙুলে আঙুল ঠেকলেই যেন শরীরে বিদ্যুৎ খেলে যায়!

তাঁর সুখেই নিজের সুখ

আপনি সব সময় নিজেকে সুখী রাখার চেষ্টা করেন, সেটাই স্বাভাবিক। কিন্তু যখন প্রেমে পড়বেন, তখন এর চেয়েও জরুরি হয়ে পড়বে আপনার সঙ্গীকে সুখী রাখার চিন্তা। এমনকি নিজের সুখ বাদ দিয়ে হলেও। যখন নিজেকে এটা করতে দেখবেন, বুঝবেন আপনার প্রেম রীতিমতো পরিণত হয়ে গিয়েছে।

তথ্যসূত্র: দ্য ইনডিপেনডেন্ট