২০২২ সাল থেকেই ইব্রাহিম আলী খান আর পলক তিওয়ারির প্রেম নিয়ে চলছে চর্চা। সময়ের সঙ্গে সেই গুঞ্জন হালে পানি পেয়েছে। আর এখন প্রায়ই এই জুটিকে দেখা যাচ্ছে বিভিন্ন রেস্তোরাঁ, গাড়ি নয়তো পার্টিতে। সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের একমাত্র পুত্র ইব্রাহিম আলী খান। সাইফ ও অমৃতার যখন বিচ্ছেদ হয়, ইব্রাহিমের বয়স তখন মাত্র তিন বছর। একা মায়ের কাছেই বড় হয়েছেন ইব্রাহিম। পলক তিওয়ারির বেড়ে ওঠাও একই রকম। ভারতের ছোট পর্দার সবচেয়ে বড় তারকাদের একজন শ্বেতা তিওয়ারি। মাত্র ১৮ বছর বয়সে পরিবারের অমতে রাজা চৌধুরীকে বিয়ে করেন শ্বেতা। বিয়ের দুই বছরের মাথায় জন্ম নেন পলক। ২০০৭ সালে পাকাপাকিভাবে বিচ্ছেদের ২ বছর আগে থেকেই আলাদা থাকছিলেন শ্বেতা-রাজা জুটি। পলকও বড় হয়েছেন একা মায়ের তত্ত্বাবধানে। ইব্রাহিম ও পলক—দুজনেরই ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে। তবে ইব্রাহিমের কোনো পোস্ট নেই। তারপরও তাঁর অনুসারী ছাড়িয়ে গেছে পাঁচ লাখ। অন্যদিকে পলকের অনুসারী ৪৬ লাখ। জেনে নিন পলক ও ইব্রাহিমের কিছু তথ্য—