নবাবপুত্র মজেছেন পলকের প্রেমে, কে এই ভাইরাল তরুণী

২০২২ সাল থেকেই ইব্রাহিম আলী খান আর পলক তিওয়ারির প্রেম নিয়ে চলছে চর্চা। সময়ের সঙ্গে সেই গুঞ্জন হালে পানি পেয়েছে। আর এখন প্রায়ই এই জুটিকে দেখা যাচ্ছে বিভিন্ন রেস্তোরাঁ, গাড়ি নয়তো পার্টিতে। সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের একমাত্র পুত্র ইব্রাহিম আলী খান। সাইফ ও অমৃতার যখন বিচ্ছেদ হয়, ইব্রাহিমের বয়স তখন মাত্র তিন বছর। একা মায়ের কাছেই বড় হয়েছেন ইব্রাহিম। পলক তিওয়ারির বেড়ে ওঠাও একই রকম। ভারতের ছোট পর্দার সবচেয়ে বড় তারকাদের একজন শ্বেতা তিওয়ারি। মাত্র ১৮ বছর বয়সে পরিবারের অমতে রাজা চৌধুরীকে বিয়ে করেন শ্বেতা। বিয়ের দুই বছরের মাথায় জন্ম নেন পলক। ২০০৭ সালে পাকাপাকিভাবে বিচ্ছেদের ২ বছর আগে থেকেই আলাদা থাকছিলেন শ্বেতা-রাজা জুটি। পলকও বড় হয়েছেন একা মায়ের তত্ত্বাবধানে। ইব্রাহিম ও পলক—দুজনেরই ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে। তবে ইব্রাহিমের কোনো পোস্ট নেই। তারপরও তাঁর অনুসারী ছাড়িয়ে গেছে পাঁচ লাখ। অন্যদিকে পলকের অনুসারী ৪৬ লাখ। জেনে নিন পলক ও ইব্রাহিমের কিছু তথ্য—

২০০০ সালের ৮ অক্টোবর পলক তিওয়ারির জন্ম
ছবি: ইনস্টাগ্রাম থেকে
পলকের বাবার সঙ্গে বিচ্ছেদের পর মা শ্বেতা তিওয়ারি দ্বিতীয়বার বিয়ে করেন অভিনব কোহলিকে। ২০১৩ সালে অভিনবর সঙ্গে বিয়ের পর বিচ্ছেদ হয় ২০১৯ সালে। এই ঘরে শ্বেতার এক ছেলে আছে, রিয়ানশ কোহলি। পুরোটা সময় মায়ের সঙ্গেই ছিলেন পলক
এখনো শ্বেতা, রিয়ানশ আর পলক একসঙ্গেই থাকেন। মা আর ছোট ভাই–ই পলকের সবচেয়ে আপনজন। ইনস্টাগ্রামের ছবিতে মূলত এই দুজনের সঙ্গেই দেখা যায় পলককে
শ্বেতা ও পলক
অন্যদিকে ২০০১ সালের ৫ মার্চ নবাব পরিবারে জন্ম ইব্রাহিম আলী খানের। সেই হিসাবে ইব্রাহিম বয়সে পলকের ছয় মাসের ছোট। বাবা সাইফ আলী খান ও মা অমৃতা সিং—দুজনই বলিউড তারকা। ইব্রাহিমের জন্মের তিন বছর পরই আলাদা হয়ে যান এই জুটি
ইব্রাহিম আলী খান, অমৃতা সিং ও সারা আলী খান একসঙ্গেই থাকেন
সারা ও ইব্রাহিম
ইদানীং প্রায়ই বলিউডের বিভিন্ন আয়োজনে ইব্রাহিম ও সারাকে দেখা যায় একসঙ্গে। বলিউডের জনপ্রিয় ভাই–বোন হিসেবে পরিচিত তাঁরা
২০২২ সালে ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ সিনেমায় করণ জোহরের সহকারী হিসেবে কাজ করেন ইব্রাহিম। শিগগিরই বড় পর্দায় অভিষেক হতে চলেছে তাঁর
মা ও ভাইয়ের সঙ্গে পলক
এদিকে পলককে দেখা গেছে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায়, সালমান খানের সঙ্গে
২০২৩ সালের ৩১ ডিসেম্বর গভীর রাতে ইব্রাহিম ও পলককে দেখা যায় গাড়ির ভেতর। একাধিক ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুসারে, ইব্রাহিমই আগে পলকের প্রেমে পড়েছেন। তিনিই পলককে প্রেমের প্রস্তাব দেন
এরপর এই দুজনকে দেখা গেছে মুম্বাইয়ের রেস্তোরাঁয়। কিছুদিন আগেই ‘রক্ষণশীল প্রেমিকের’ ভূমিকায় দেখা দেন ইব্রাহিম। জনতা আর পাপারাজ্জির ভিড় থেকে পলকের ঢাল হয়ে গাড়িতে তুলে দেন ইব্রাহিম। নিজেও উঠে পড়েন গাড়িতে। সেই ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে
যদিও এই জুটির দাবি, তাঁরা দুজন কেবলই বন্ধু, ভালো বন্ধু