ভাইরাল নাগা–শোভিতার বাগদানের ছবি

আড়াই বছর হলো নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুর বিচ্ছেদ হয়েছে। তার কিছু দিন পর থেকেই গুঞ্জন, বলিউড তারকা শোভিতা ধুলিপালার সঙ্গে প্রেম করছেন ভারতের বড় পর্দার তারকা নাগা চৈতন্য। একাধিক ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, আজ সকাল ৯টা ৪২ মিনিটে বাগদানও সেরে ফেলেছেন এই জুটি।

ছবি দেখতে দেখতে একনজরে জেনে নেওয়া যাক, এই দুজনের সম্পর্কের কালপঞ্জি।

বাগদানের দুটো ছবিও ঘুরে বেড়াচ্ছে ভাইরাল হয়ে, সামাজিক যোগাযোগমাধ্যমে। নাগা চৈতন্যের বাড়িতে খুবই গোপনীয়তার সঙ্গে, ঘরোয়া পরিবেশে নাকি সম্পন্ন হয়েছে এই অনুষ্ঠানিকতা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
শোভিতার বাবা-মায়ের সঙ্গে উপস্থিত ছিলেন নাগা চৈতন্যের বাবা নাগার্জুন, মা অমলা আক্কিনেনি ও ভাই অখিল
ছবি: ইনস্টাগ্রাম থেকে
নাগা চৈতন্যর বাবা নাগার্জুনা দুপুরে টুইটারে তাঁর পুত্রের বাগদানের আনুষ্ঠানিক গোষণা দেন। এক পোস্টে তিনি লেখেন, ‘আমরা খুবই আনন্দিত যে আজ সকাল ৯টা ৪২ মিনিটে আমার পুত্রের সঙ্গে শোভিতা ধুলিপালার বাগদান হয়ে গেল। আমরা পরিবারে শোভিতাকে স্বাগত জানাই। এই জুটিকে অভিনন্দন। তোমরা সুখী হও। ভালোবাসা আর আনন্দ ঘিরে রাখুক জীবনভর।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২০২১ সালের অক্টোবরে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছিলেন নাগা। তাঁদের ছিল চার বছরের দাম্পত্য। এর মধ্যে দুই বছরই দাম্পত্য কলহের জের ধরে আলাদা থেকেছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২০১৭ সালের ৬ অক্টোবর ভারতের গোয়ায় নাগা ও সামান্থা দুজনার দুই ধর্মের রীতি মেনেই হয়েছিল বিয়ের আনুষ্ঠানিকতা। একসময় দুজনকে জনপ্রিয় ‘পাওয়ার কাপল’ হিসেবে ধরা হতো। এ দুজনের ঘর ভাঙায় ভেঙেছিল অনেক ভক্তের হৃদয়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
বিয়ের আগে পাঁচ বছর এক ছাদের নিচেই ছিলেন সামান্থা ও নাগা। এই ছবি এখন কেবলই অতীত
সামান্থার সঙ্গে বিচ্ছেদের আগে থেকেই নাকি শোভিতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন নাগা। তবে শোভিতা বা নাগা—কেইই এই আড়াই বছরে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি। এমনকি শোনা যায়, শোভিতার সঙ্গে সম্পর্কে থাকাকালেও অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন নাগা। তবে ভুল বুঝতে পেরে আবার ফিরেছেন শোভিতার কাছে
প্রেম করছেন কি না, জানতে চাইলে শোভিতা বলেন, ‘আমি তো সব সময় প্রেমের ভেতরেই থাকি। প্রেমই আমার জীবনের চালিকাশক্তি। আর প্রেমে পড়লে মনে হয়, ওই মানুষটার ভেতরে ডুবে যাই, হারিয়ে যাই’
নাগা ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। বিচ্ছেদ বা নতুন প্রেম—কোনো কিছু নিয়েই মন্তব্য করেননি তিনি। এমনকি বিচ্ছেদের পর সামান্থা যতই কাজে মন দিয়েছেন, পাদপ্রদীপের নিচে থেকেছেন, ঠিক যেন এর বিপরীত চিত্র দেখা গেছে নাগার ক্ষেত্রে। কাজও কমিয়ে দিয়েছেন। আবার পারতপক্ষে দেখা যায়নি জনসম্মুখে বা ক্যামেরার সমানে
নাগা চৈতন্য ও শোভিতা ২০২৪ সালের শেষের দিকে সারতে পারেন বিয়ের আনুষ্ঠানিকতা