ভালো ‘নেটওয়ার্ক’ গড়তে পারছেন না?

আপনার পেশা যা-ই হোক, সফল হওয়ার জন্য সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পেশাসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরিচিত হওয়া, সুসম্পর্ক বজায় রাখা এবং এ ধরনের সম্পর্কের পরিধি যতটা সম্ভব বড় করা, যাকে বলে ‘নেটওয়ার্ক’ গড়ে তোলা। আর আপনি যদি ব্যবসায়ী হন কিংবা উদ্যোক্তা, তাহলে এর গুরুত্ব আরও বেশি। কিন্তু এসব সম্পর্ক তৈরি, বৃদ্ধি ও ধরে রাখা সহজ কাজ নয়। সে জন্য মেনে চলতে পারেন এই পরামর্শগুলো।

সহৃদয়তার মাধ্যমে আস্থা অর্জন করুন

ভালো সম্পর্ক গড়তে চাইলে প্রথমেই তাঁদের ব্যাপারে আন্তরিক হওয়া প্রয়োজন

যেকোনো সম্পর্ক গড়ার ক্ষেত্রে বিশ্বাস বা আস্থা অর্জন ভীষণ গুরুত্বপূর্ণ। সে জন্য আপনার মোক্ষম হাতিয়ার হতে পারে সহৃদয়তা। যাদের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে চান তাঁদের বোঝান, যে আপনি তাঁদের ব্যাপারে আন্তরিক। মাঝেমধ্যেই তাঁদের সঙ্গে কথা বলুন। সে সময় ছোটখাটো বিষয়ের প্রতিও মনোযোগ দিন। বোঝার চেষ্টা করুন তাঁদের সঙ্গে কোন বিষয়গুলো নিয়ে কথা বলা আপনার জন্য সুবিধাজনক। নইলে বেফাঁস কিছু বলে ফেললে হিতে বিপরীত হতে পারে। অন্যদিকে ঠিকঠাক বিষয়ে মনোযোগ দিয়ে কথা বলতে পারলে সহজেই আপনার আন্তরিকতা প্রমাণ করতে পারবেন। তখন আপনার প্রতি অন্যদের মনোভাব অনেকটাই সহজ হয়ে আসবে।

সম্পর্কের গভীরে যান

কারও সঙ্গে কথা বলার সময় তাঁর পছন্দের বিষয়গুলোতে বিশেষ মনোযোগী হোন।

প্রাথমিক আস্থা অর্জনের পর সম্পর্কটাকে আরও গভীরে নিয়ে যান। কথা বলার সময় বোঝার চেষ্টা করুন, তিনি কোন বিষয়গুলোতে বেশি মনোযোগী। কোন বিষয়গুলো নিয়ে তিনি গভীরভাবে ভাবেন। সেগুলো নিয়ে বেশি বেশি কথা বলার চেষ্টা করুন। আপনার সঙ্গে সেসব বিষয় মিলে গেলে দারুণ, না মিললেও সেগুলোতে উৎসাহ দেখান, যাতে তিনি সেগুলো নিয়ে আপনার সঙ্গে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করেন।

আগ্রহ নিয়ে দেখুন, শিখুন

অন্যের কথা বিশেষ মনোযোগ দিয়ে শুনুন

আপনি সব জেনে বসে নেই। অনেক কিছুই জানার বাকি আছে। তাই শেখার আছে সবার থেকেই। সে জন্য অন্যদের ভালো করে বিশ্লেষণ করা প্রয়োজন। সেটাই করুন। যখন দুজনের কথা হবে, নিজে বেশি না বলে তাকে বলার সুযোগ দিন। নিজের কথা কম বলে তার কথা শোনায় মনোযোগ দিন। তার ভালো দিকগুলো খুঁজে বের করুন। নিজেও সেগুলো গ্রহণ করার চেষ্টা করুন। সে কথা তার কাছে অকপটে স্বীকার করুন।

জিজ্ঞাসা করে নিশ্চিত হোন

কিছু যদি বুঝতে অসুবিধা হয় তবে সরাসরি বা ফোনে তা জেনে নিন

অনেকেই ভাবেন, তিনি সব বুঝতে পারছেন। সে কথা ভেবে অনেক কিছুই জিজ্ঞাসা করার প্রয়োজনই বোধ করেন না। ভাবেন, আপনি তো সে কথা জানেনই। আসলে কিন্তু তাতে ভুল-বোঝাবুঝির আশঙ্কা বাড়ে। তার চেয়ে ভালো বারবার জিজ্ঞাসা করুন। ভুল-বোঝাবুঝির অবকাশ যাতে না থাকে। তাতে আরও লাভ আছে। কথা-চালাচালি বাড়বে। এমনকি সম্পর্কে ভুল ও জটিলতা কম থাকবে বলে আপনার মধ্যে আত্মবিশ্বাসও বেশি থাকবে।

তথ্যসূত্র : এন্ট্রাপ্রেনিউর ডটকম