‘সত্যিকারের বন্ধু’ নাকি ‘বন্ধুরূপে শত্রু’—এই দুইয়ের পার্থক্য করাটা বেশ কঠিন। সামনের মানুষটির মনে কী চলছে, বোঝা না গেলেও আচরণ তার মনের ভাবকে অনেকটাই জানান দেয়। যদিও বেশির ভাগ সময় আমরা দেখে-শুনেও সেসব আচরণ এড়িয়ে যাই এবং পরে আফসোস করি।
তাই, জেনে রাখুন এমন ১০টি আচরণের কথা, যা দেখে একটু হলেও কাছের বন্ধুকে নিয়ে সচেতন হতে পারবেন।
সমর্থনের অভাব
আপনার ভালো কোনো কিছু বা কাজে যে সমর্থন করে না, সে আপনার প্রকৃত বন্ধু না। এর অর্থ, সে চায় না আপনার জীবনমান উন্নত হোক।
স্বার্থপর
খেয়াল করে দেখুন, আপনার তথাকথিত বন্ধুটি সবকিছুতে শুধু নিজের কথাই ভাবছে কিনা। সে যদি আপনার কোনো কথাকেই গুরুত্ব না দেয়, তাহলে বুঝে নেবেন, সে আপনার বন্ধু না।
ঘনঘন নাটকীয়তা
যার সঙ্গে বন্ধুত্ব রক্ষা করা কঠিন, সে আপনার প্রকৃত বন্ধু না। লক্ষ্য করে দেখুন, সারাক্ষণ সময় দিতে হবে, তাকে বেশি গুরুত্ব দিতে হবে—এসব নিয়ে সব সময় আপনাকে দোষারোপ করছে কিনা। প্রিয় বন্ধুটির সঙ্গে বন্ধুত্ব রক্ষা করা যদি ভারী কোনো বোঝা বহনের মতো অনুভূত হয়, তাহলে বুঝতে হবে, সে আপনার বন্ধু না।
প্যাঁচালো প্রশংসা
মজার ছলে সে আপনাকে অপমান করবে। আপনাকে আপনার নিজের সম্পকে৴ই খারাপ ধারণা দেবে। আপনার কোনো জয় বা আনন্দের মুহূর্তে এমনভাবে প্যাঁচিয়ে প্রশংসা করবে যে আপনি বুঝে উঠতে পারবেন না, সেটা প্রশংসা ছিল, নাকি সমালোচনা।
পরনিন্দুক
পরনিন্দা-পরচচা৴কারীরা কখনোই ঠিকঠাক কারও বন্ধু হতে পারে না। সে আপনার সামনে যার নামে নিন্দা করছে, তার কাছে গিয়ে সে আপনার নামেও নিন্দা করবে।
আলসে
বন্ধুত্বের খাতিরে সে কিছুই করে না, অথচ সে চায় আপনি একাই বন্ধুত্ব টিকিয়ে রাখবেন। আপনার ব্যাপারে উদাসীন মানুষটি আপনার প্রকৃত বন্ধু নয়।
হিংসা
আপনার বিজয়ে সে খুশি হয় না; উল্টো ক্ষুব্ধ হয়, প্রতিযোগিতামূলক আচরণ করে। নিজের প্রাপ্তিগুলোকে আপনার সামনে তুলে ধরে আপনাকে ছোট করতে চেষ্টা করে। এমন আচরণ করলে বুঝে নেবেন, আপনার বন্ধুটি আপনাকে হিংসা করছে। সে কখনোই আপনার প্রকৃত বন্ধু নয়।
একপক্ষীয় যোগাযোগ
সে কখনোই নিজের ইচ্ছায় যোগাযোগ করে না। বন্ধুত্ব রক্ষার জন্য সব সময় যদি আপনাকেই তার কাছে যেতে হয়, তাহলে সহজ হিসাব বলছে, আপনি তাকে বন্ধু ভাবলেও সে আপনাকে বন্ধু ভাবে না।
সব সময় দুঃখের কথা বলা
সুখ-দুঃখ মিলিয়েই জীবন। তবে, কেউ যদি আপনার সঙ্গে শুধু দুঃখের কথা বলতে থাকে, সুখের কথা এড়িয়ে যায়, সে আপনার বন্ধু নয়।
আপনাকে ‘জাজ’ করে
আপনি যেমন, আপনার প্রকৃত বন্ধু আপনাকে ঠিক তেমনভাবেই গ্রহণ করবে। আপনার খারাপ দিকগুলো সুন্দরভাবে সবার অগোচরে ধরিয়ে দেবে, সেগুলো শুধরে নিতে সাহায্য করবে। তা না করে সে যদি আপনাকে ‘জাজ’ করে, সবার সামনে অপমান করে, তাহলে নিজেই ভাবুন তো, সে আপনার বন্ধু কিনা!
সূত্র: টাইমস অব ইন্ডিয়া