জনপ্রিয় সেলিব্রিটি টক শো ‘কফি উইথ করণ’-এর নতুন মৌসুমে সফল দম্পতি হিসেবে হাজির হলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। বলিউডের এ রকম হাইপ্রোফাইল দম্পতি এই শোতে আসবেন আর বিতর্কিত কিছুই হবে না, সেটা আপনি কীভাবে ভাবলেন? যা হওয়ার তা-ই হলো। দুজনে দুজনের সম্পর্কে ‘ভালো ভালো’ কথা বলছিলেন। এরই এক ফাঁকে দীপিকা বললেন, ‘রণবীর আমাকে আংটি পরানোর আগপর্যন্ত তো আমাদের প্রেমের বিষয়টা “অফিশিয়াল” ছিল না। সেই সময় আমি অন্য পুরুষের সঙ্গে দেখা করেছি। তবে মনে মনে আমি রণবীরের প্রতি “কমিটেড” ছিলাম। জানতাম, দিন শেষে আমি হয়তো ওর কাছেই ফিরব।’ দীপিকার এই মন্তব্য নিয়ে চলছে তুমুল আলোচনা, সমালোচনা, মিম।