দীপিকার দোষটা কী?

জনপ্রিয় সেলিব্রিটি টক শো ‘কফি উইথ করণ’-এর নতুন মৌসুমে সফল দম্পতি হিসেবে হাজির হলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। বলিউডের এ রকম হাইপ্রোফাইল দম্পতি এই শোতে আসবেন আর বিতর্কিত কিছুই হবে না, সেটা আপনি কীভাবে ভাবলেন? যা হওয়ার তা-ই হলো। দুজনে দুজনের সম্পর্কে ‘ভালো ভালো’ কথা বলছিলেন। এরই এক ফাঁকে দীপিকা বললেন, ‘রণবীর আমাকে আংটি পরানোর আগপর্যন্ত তো আমাদের প্রেমের বিষয়টা “অফিশিয়াল” ছিল না। সেই সময় আমি অন্য পুরুষের সঙ্গে দেখা করেছি। তবে মনে মনে আমি রণবীরের প্রতি “কমিটেড” ছিলাম। জানতাম, দিন শেষে আমি হয়তো ওর কাছেই ফিরব।’ দীপিকার এই মন্তব্য নিয়ে চলছে তুমুল আলোচনা, সমালোচনা, মিম।

অনেকে মনে করেন, দীপিকা যদি আসলেও কোনো ভুল করে থাকেন, সেটা রণবীর কাপুরের মতো ‘প্লেবয়’কে হৃদয় দিয়ে। ‘বাচনা এ হাসিনো’ সিনেমার শুটিংয়ে দুজনের তুমুল প্রেম হয়। কেউ-ই সেটা অস্বীকার করেননি। মিডিয়ার সামনে গোপন রাখার কথাও ভাবেননি। এমনকি দীপিকা তাঁর ঘাড়ে ‘আর কে’ লিখে একটা ট্যাটুও বানান। ২০০৯ সালে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। কেননা, রণবীর তত দিনে ক্যাটরিনার প্রতি মনোযোগী হয়েছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আড়াই বছর দীপিকা ভীষণ ডিপ্রেশনে ছিলেন। দীপিকা তাঁর মায়ের কাছে ফিরে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলেছিলেন যে তিনি আর বেঁচে থাকতে চান না। ক্যারিয়ার তো ক্যারিয়ার, একাধিকবার আত্মহত্যার কথাও ভেবেছেন। আর সেই সব কথা মিডিয়াকে জানিয়েছেন তাঁর মানসিক স্বাস্থ্যসেবাবিষয়ক ফাউন্ডেশন লিভ, লাভ, লাফ-এর বিভিন্ন আয়োজনে। রাগে, দুঃখে, ক্ষোভে এ কথাও  বলেছেন, ‘রণবীরের উচিত কনডমের এন্ডোর্সমেন্ট করা।’
কঠিন এই আড়াই বছরে দীপিকার পাশে ছিলেন শাহরুখ খান। তিনি দীপিকাকে মানসিকভাবে শক্তি জুগিয়েছেন আর প্রতিনিয়ত কাজে ফেরার জন্য অনুপ্রাণিত করেছেন। একাধিক কাজ পাওয়ার জন্য শাহরুখ দীপিকাকে সাহায্যও করেছেন।
‘জাওয়ান’ সিনেমায় ‘সাইড নায়িকা’র রোলের জন্য বলিউডের এই মুহূর্তে সবচেয়ে বেশি পারিশ্রমিক গোনা নায়িকাদের একজন দীপিকাকে অফার করতে খুবই সংকোচ বোধ করছিলেন সিনেমার নির্মাতারা। তবে প্রস্তাব শুনেই দীপিকা বলেছিলেন, ‘শাহরুখ যা বলবে, তাই-ই হবে।’
এদিকে রণবীর সিং প্রথম দেখাতেই দীপিকার প্রেমে পড়েছিলেন। তাঁর জীবনের একটাই উদ্দেশ্য ছিল, দীপিকাকে ভালোবাসা দিয়ে জয় করা। তবে রণবীর তখন কেবল ক্যারিয়ার শুরু করছেন, আর দীপিকা তত দিনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রথম সারির বলিউড তারকা। রণবীরের সঙ্গে ব্রেকআপের পর দীপিকার সব কাজের সেটে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা দীপিকার সঙ্গে কথা বলার জন্য বসে থাকতেন রণবীর
শুরুর দিকে রণবীরকে মোটেই পাত্তা দিতেন না দীপিকা। ধীরে ধীরে রণবীরের সঙ্গে কথা বলা শুরু করেন তিনি। একটা বন্ধুত্ব গড়ে ওঠে
এভাবে দুই বছর চলার পর দীপিকা আর রণবীর সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘রাম লীলা’ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন। আরও কাছাকাছি আসার সুযোগ পান দুজন
সঞ্চয় লীলা বানসালি বলেছিলেন, ‘সবাই কেবল রণবীরের এনার্জি, চারপাশটা মাতিয়ে রাখা ছেলেটাকে দেখেছে, আর আমি দেখেছি একটা প্রেমিককে। যে দিনের পর দিন, বছরের পর বছর নিষ্ঠার সঙ্গে সময়, শ্রম দিয়ে একজন নারীর হৃদয় জয় করেছে।’
দীপিকা তখনো সিরিয়াস সম্পর্কে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। একাধিক পুরুষের সঙ্গে দেখা করছিলেন, গল্প করছিলেন, তবে কারও প্রতি ‘কমিটেড’ হওয়ার শক্তি তাঁর ছিল না। কেননা, দীপিকা তাঁর বেশ কয়েকটি সাক্ষাৎকারে বলেছেন, ভালোবাসায় পুরোপুরি বিশ্বাস হারিয়েছিলেন তিনি
নতুন করে কোনো পুরুষকে জীবনসঙ্গী হিসেবে ভাবতে পারবেন কি না, এই বিষয়েই সন্দিহান ছিলেন বহু বছর। জীবনের সেই জটিল মানসিক পরিস্থিতিকে বর্ণনা করতে গিয়েই শোতে এ রকম মন্তব্য করেন দীপিকা
২০১৫ সালে রণবীর সিংয়ের পরিবারের সঙ্গে মালদ্বীপে বেড়াতে যান দীপিকা
আর সেখানেই দীপিকাকে হাঁটু গেঁড়ে বিয়ের প্রস্তাব দেন রণবীর সিং। আংটিটি মালদ্বীপে নিয়ে গিয়েছিলেন রণবীর সিংয়ের মা ও বোন
এরও প্রায় চার বছর পর বিয়ে করেন এই জুটি
আপনি রণবীর সিংকে পছন্দ করতে না-ই পারেন, আপনার মনে হতেই পারে যে রণবীর সিং দীপিকার যোগ্য নন, তবে বলিউডের প্রযোজক ও পরিচালক করণ জোহরের মতে সত্য এটাই যে রণবীর দীপিকাকে জয় করে নিয়েছেন
সম্প্রতি ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে এই দম্পতির বিয়ের প্রামাণ্যচিত্রের ভিডিও ক্লিপস। সেখানে রণবীর বলেছিলেন, ‘আমি যখন বলিউডে যাত্রা শুরু করছি, তখন যদি কেউ আমাকে বলত যে একদিন আমি দীপিকা পাড়ুকোনকে বিয়ে করব, আমি হেসেই উড়িয়ে দিতাম। আর তাকে বলতাম, তুমি পাগল হয়ে গেছ!"