রণবীরের সঙ্গে মাহিরার প্রেমের বিষয়টি ব্যাপক ঝড় তোলে কাপুর পরিবারে। দীপিকা পাড়ুকোন আর ক্যাটরিনা কাইফকেই রণবীরের প্রেমিকা হিসেবে মেনে নিতে পারেননি রণবীর কাপুরের মা নীতু কাপুর। সেখানে এক পাকিস্তানি, ডিভোর্স, এক সন্তানের মা মাহিরার সঙ্গে সম্পর্কের জেরে মা-বাবার সঙ্গে সম্পর্কে ফাটল ধরে রণবীর কাপুরের। সেই রণবীর মানসিকভাবে এতটাই বিপর্যস্ত ছিলেন যে দুই বছর তিনি দূরে ছিলেন বড় পর্দা থেকে। এমনকি বাসা থেকে বেরিয়ে আলাদা বাসায় থাকতে শুরু করেন। আবার মাহিরাও পাকিস্তানে ফিরে গিয়ে মন দেন ক্যারিয়ার গোছাতে। এ সময় আলিয়া ভাট আসে রণবীরের জীবনে