প্রথম বিয়ে ও বিচ্ছেদ, মাঝে রণবীরের সঙ্গে প্রেম, দ্বিতীয় বিয়ে—একনজরে মাহিরা খানের সম্পর্ক

রণবীরের সঙ্গে মাহিরার প্রেমের বিষয়টি ব্যাপক ঝড় তোলে কাপুর পরিবারে। দীপিকা পাড়ুকোন আর ক্যাটরিনা কাইফকেই রণবীরের প্রেমিকা হিসেবে মেনে নিতে পারেননি রণবীর কাপুরের মা নীতু কাপুর। সেখানে এক পাকিস্তানি, ডিভোর্স, এক সন্তানের মা মাহিরার সঙ্গে সম্পর্কের জেরে মা-বাবার সঙ্গে সম্পর্কে ফাটল ধরে রণবীর কাপুরের। সেই রণবীর মানসিকভাবে এতটাই বিপর্যস্ত ছিলেন যে দুই বছর তিনি দূরে ছিলেন বড় পর্দা থেকে। এমনকি বাসা থেকে বেরিয়ে আলাদা বাসায় থাকতে শুরু করেন। আবার মাহিরাও পাকিস্তানে ফিরে গিয়ে মন দেন ক্যারিয়ার গোছাতে। এ সময় আলিয়া ভাট আসে রণবীরের জীবনে

প্রথমবার ‘কবুল’ বলেছিলেন, তা-ও ১৬ বছর হয়ে গেল। মাত্র ২২ বছর বয়সে ২০০৭ সালে বউ সেজে বিয়ের আসরে বসেছিলেন। বর বয়সে দুই বছরের ছোট, আলী আসকারি। ‘টিনেজ প্রেম’কে পরিণতি দিতে সময় নেননি এই জুটি। আলী পাকিস্তানের স্বনামধন্য পরিবারের ছেলে। জন্ম যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। এখন জনপ্রিয় প্রযোজক, পরিচালক ও অভিনেতা। বিয়ের দুই বছরের মধ্যে ২০০৯ সালে পুত্রসন্তানের মা হন মাহিরা। ২০১৩ সাল থেকেই তাঁরা আলাদা থাকতে শুরু করেন। ২০১৫ সালে পাকাপাকিভাবে তাঁদের বিচ্ছেদ ঘটে।
ছবি: সংগৃহীত
তবে বিচ্ছেদের পরও দুজনেই সন্তানকে সমানভাবে বড় করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাহিরা বিচ্ছেদের পরও দুজনে সমানভাবে সন্তানের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে বলেন, ‘সে ও তার পরিবার, সবাই আজলানের মঙ্গলের বিষয়ে আন্তরিক ছিল। তাই তিক্ততা পেছনে ফেলে আমরা সন্তানের জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পেরেছিলাম।’ আলী ২০১৭ সালে আবার বিয়ে করলে ছবির নিচে হার্ট ইমোজি দিয়ে শুভকামনা জানিয়েছেন মাহিরা।
সম্প্রতি ১৪ বছরের ছেলে আজলানই মাকে বিয়ের মঞ্চে পৌঁছে দিয়েছে। সন্তানের হাত ধরে দ্বিতীয়বার নতুন জীবন শুরু করতে যাচ্ছেন মা, এই দৃশ্য নেটিজেনদের মুগ্ধ করেছে
‘রইস’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয়ের পর বলিউডে পরিচিতি পান মাহিরা। পরপর বলিউডের কয়েকটা সিনেমায় অভিনয়ের বিষয়ে কথাও চলছিল।
সেই সময় আরেক পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানও বলিউডে কাজ করছিলেন। ফলে বলিউডের অনেকে একধরনের ‘ইনসিকিউরিটি’-তে পড়ে যান। তাঁরা ভারত-পাকিস্তানের ঐতিহাসিক দ্বন্দ্বের সম্পর্কের জেরে শুরু করেন ‘বয়কট পাকিস্তান’ আন্দোলন। যেসব পাকিস্তানি শিল্পী বলিউডে কাজ করছিলেন, তাঁদের ‘ভিসা নিষেধাজ্ঞা’ শুরু হয়। যদিও ‘শিল্পীর কোনো দেশ হয় না’, ‘শিল্পীকে কাঁটাতারের বেড়া দিয়ে আটকে রাখা যায় না’, ‘আমরা সবাই বিশ্বনাগরিক’ ইত্যাদি স্লোগানে একটা বিপরীত দৃশ্যপটও তৈরি হয়, তবে তা বেশি দূর এগোতে পারেনি
ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, বলিউড তারকা রণবীর কাপুরই আগে মাহিরা খানের সঙ্গে দেখা করেন, মাহিরার প্রতি নিজের মুগ্ধতার কথা জানান দেন। এরপর দুজনে লুকিয়ে কিছুকাল প্রেম করেন। তারপর উড়াল দেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখানে সাদা শর্টস আর কেডস পরা মাহিরার সঙ্গে প্যান্ট আর ঘিয়ে রঙা টি-শার্ট পরা ক্যাজুয়াল রণবীর কাপুরের ‘স্মোকিং ডেট’-এর বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়
এরপর দুজনে একসঙ্গে ‘গ্লোবাল টিচার প্রাইজ’-এর ইভেন্টে যোগ দিয়ে নীরবে জানান দেন যে নিজেদের হৃদয় অদলবদলের কাজটা সেরে ফেলেছেন ইতিমধ্যে
বিষয়টি ব্যাপক ঝড় তোলে কাপুর পরিবারে। দীপিকা পাড়ুকোন আর ক্যাটরিনা কাইফকেই রণবীরের প্রেমিকা হিসেবে মেনে নিতে পারেননি রণবীর কাপুরের মা নীতু কাপুর। সেখানে এক পাকিস্তানি, ডিভোর্সি, এক সন্তানের মা মাহিরার সঙ্গে সম্পর্কের জেরে মা-বাবার সঙ্গে সম্পর্কে ফাটল ধরে রণবীর কাপুরের। সেই রণবীর মানসিকভাবে এতটাই বিপর্যস্ত ছিলেন যে দুই বছর তিনি দূরে ছিলেন বড় পর্দা থেকে। এমনকি বাসা থেকে বেরিয়ে আলাদা বাসায় থাকতে শুরু করেন। আবার মাহিরাও পাকিস্তানে ফিরে গিয়ে মন দেন ক্যারিয়ার গোছাতে। এ সময় আলিয়া ভাট আসে রণবীরের জীবনে
প্রথম বিয়ে আর দ্বিতীয় বিয়ের মাঝে ১৬ বছর সময় নিয়েছেন মাহিরা। বিচ্ছেদের পর সব কাজ আর লাইমলাইট থেকে নিজেকে সরিয়ে নিয়ে নিজেকে সামলেছেন আর সন্তানকে সময় দিয়েছেন। ছেলেকে বড় করেছেন, কাজে ফিরেছেন। আবার প্রেমে পড়েছেন, বিয়েও করেছেন
মাহিরা খানের বিয়ের ছবিগুলো রীতিমতো ভাইরাল, আর সেখানে বহু ভারতীয় ইতিবাচক মন্তব্য করেছেন। অনেকেই লিখেছেন, ‘মানুষ কীভাবে এত সুন্দর হয়। একেকটা ছবির দিকে সারা দিন তাকিয়ে থাকলেও তৃষ্ণা মেটে না।’ আবার লিখেছেন, ‘মোস্ট বিউটিফুল ব্রাইড অন আর্থ।’
বিয়ের আনুষ্ঠানিকতার কিছুই বাদ দেননি মাহিরা খান। প্রি-ওয়েডিংয়ের নাচের ছবি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘নিজের বিয়েতে নাচার জন্য আমার বয়সটা একটু বেশি! তবে বান্ধবীরা মানতে নারাজ।’
মাহিরার ভাইরাল হওয়া বিয়ের ভিডিওতে দেখা গেছে ছেলের হাত ধরে মঞ্চে উঠছেন মাহিরা আর কনেরূপে মাহিরাকে দেখে চোখের পানি আটকে রাখতে পারেননি ব্যবসায়ী, করাচিকেন্দ্রিক স্টার্টআপ সিমপাইসার সিইও সেলিম করিম। ২০০৪ সালে কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিও থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক করেন তিনি।