জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে কী বললেন এই দুই হলিউড তারকা

বিশ্বে যত মানুষ, তার প্রতি পাঁচজনের একজন নাকি জনি ডেপের ভক্ত। জীবনসঙ্গীবিষয়ক এই হলিউড তারকার একটি উপদেশ সম্প্রতি ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে ইনস্টাগ্রামে।

জীবনসঙ্গীরা একে অপরের ব্যক্তিগত জীবনের সুখ, পেশাগত জীবনের সফলতা, স্বাস্থ্য, ফিটনেস, ঘুম, সন্তান, বন্ধুবান্ধব, পরিবার আর আত্মীয়স্বজন সবার সঙ্গে সম্পর্ক—এই সবকিছুকে সরাসরি প্রভাবিত করে। তাই সঠিক জীবনসঙ্গী বাছাই শুধু গুরুত্বপূর্ণ নয়, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হলেও বাড়াবাড়ি হবে না।

অল্প কথায় ৬০ বছর বয়সী জনি ডেপ বলেছেন, ‘পৃথিবীতে সবচেয়ে বীভৎস আর জঘন্য কারাগার হলো এমন একটা ঘর, যেখানে কোনো শান্তি নেই। তাই আপনি কাকে ভালোবাসছেন, আর জীবনসঙ্গী নির্বাচিত করতে চলেছেন, এই বিষয়ে খুব সতর্ক থাকবেন।’

অ্যাম্বার হার্ড ও জনি ডেপ

জনি ডেপ যখন নারী নির্যাতনের নানা সত্য-মিথ্যা অভিযোগ নিয়ে ক্যারিয়ারের ভরাডুবি অবস্থায় অথই সাগরে পড়েছিলেন, তখন তাঁকে সবচেয়ে সাহায্য করেছেন তাঁর তিন নারী আইনজীবী। একই মামলায় যুক্তরাজ্যে হারের পর যুক্তরাষ্ট্রে জিতিয়েছেন তাঁরা। তাঁদেরই একজন জোলে রিচ। যুক্তরাষ্ট্রে বিচার চলাকালে জোলের প্রেমে পড়েছিলেন ডেপ। তবে সে প্রেম বেশি দিন টেকেনি। এখন তাঁর রিলেশনশিপ স্ট্যাটাস ‘হ্যাপিলি সিঙ্গেল’। মূলত মিউজিকই এখন জনি ডেপের সঙ্গী।

জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে কোন বিষয়টিকে আপনি সবচেয়ে গুরুত্ব দেবেন? সেই প্রশ্নের উত্তর দিয়েছেন আরেক হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও। ৪৮ বছর বয়সী অস্কারজয়ী এই অভিনেতা এক শব্দে দিয়েছেন এর উত্তর, ‘সম্মান।’ লিও বলেন, ‘আমার মা আমাকে একটা কথা বলেছিল। সম্পর্কে যদি একে অপরের প্রতি সম্মান টিকে থাকে, তাহলে ভালোবাসা হারিয়ে ফেললেও সময়ে সেটা আবার নতুন করে খুঁজে পাওয়া যায়। তাই যে তোমাকে মূল্যায়ন করে, সে কখনো নিজেকে এমন কোথাও নিয়ে যাবে না, যেখান থেকে তোমাকে হারিয়ে ফেলার মতো পরিস্থিতি তৈরি হয়।’

লিওনার্দো ডি ক্যাপ্রিও ও জনি ডেপ

সম্পর্কের ক্ষেত্রে এই মুহূর্তে এই দুই হলিউড তারকার এই দুই উক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চায় রয়েছে। দুজনেই একাধিকবার ভুল সম্পর্কে নিজেদের জড়িয়ে ভুগেছেন। সেখান থেকে শিখেছেন। আর ভক্তদের সঙ্গে সেই শিক্ষাই ভাগ করে নিয়েছেন। জনি বা লিও দুজনেই এখন সিঙ্গেল। অবশ্য কানাঘুষা চলছে, লিও নাকি সুপারমডেল জিজি হাদিদের সঙ্গে ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগানোর জোর চেষ্টা চালাচ্ছেন।


সূত্র: ইনস্টাগ্রাম, পিপল ও রোলিং স্টোন